দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ইমার্জিং দল ঘোষণা
বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলতে আগামী ৭ মে ঢাকায় পৌঁছাবে দলটি। এই সিরিজকে সামনে রেখে শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে নেতৃত্ব দেবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।
সিরিজের প্রথম পর্বে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। ম্যাচগুলোর তারিখ যথাক্রমে ১২, ১৪ ও ১৬ মে।


চারদিনের ম্যাচের প্রথমটি শুরু হবে ২১ মে, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, ২৭ মে থেকে। সফর শেষে ৩১ মে দেশে ফিরে যাবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।
বাংলাদেশ ইমার্জিং দল:
আকবর আলী (অধিনায়ক), মাহফিজুল ইসলাম, জিশান আলম, রায়ান রাফসান রহমান, আরিফুল ইসলাম, আহরার আমিন, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, তোফায়েল আহমেদ, ওয়াসি সিদ্দিকী, রকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মন্ডল ও আসাদুজ্জামান।
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল:
জর্জ মার্থিনাস, ভ্যান হারডেন (অধিনায়ক), মেকা-এল প্রিন্স, ডিয়ান ফরেস্টে, মোহাম্মদ মানাক, সিজন এনওয়ান্ডা, এঙ্কোবানি হ্যান্ডসাম মোকোয়েনা, রিচার্ড সেলেতসওয়ানে, শেপো ইনোসেন্ট এনটুলি, জিমিলে জুমা, কনর বয়েড, তিয়ান মাইকেল, আন্দিলে ওস্টিন, আন্দিলে চার্লস, রোমাশান-সোমা পিল্লায় এবং দেওয়ান মারাইস।