দুই দশকের পথচলার ইতি, স্কাইপ বন্ধ করছে মাইক্রোসফট
এক সময় ভিডিও কলিংয়ের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ছিল স্কাইপ। প্রিয়জনের সঙ্গে কথা বলা হোক বা অফিস মিটিং—এই অ্যাপ ছিল সবার আস্থার জায়গা। তবে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে না চলতে পারায় এবার দুই দশকের পথচলার ইতি টানছে স্কাইপ।
মাইক্রোসফট জানিয়েছে, সোমবার (৫ মে) থেকে স্কাইপের পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এর মাধ্যমে প্রযুক্তি জগতের এক স্মরণীয় অধ্যায় শেষ হতে চলেছে।


২০০৩ সালে যাত্রা শুরু করা স্কাইপ দ্রুতই জনপ্রিয়তা পায়। ধীরগতির ইন্টারনেটেও ভিডিও ও ভয়েস কলের ক্ষেত্রে এটি বিপ্লব ঘটায়। ২০১১ সালে মাইক্রোসফট ৮.৫ বিলিয়ন ডলারে এটি অধিগ্রহণ করে। তখন প্রতিদিন প্রায় ৩ কোটি ৬০ লাখ মানুষ এটি ব্যবহার করতেন।
পরবর্তী সময়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, জুম ও গুগল মিটের মতো আধুনিক ও ব্যবহারবান্ধব প্ল্যাটফর্মের দাপটে স্কাইপের জনপ্রিয়তা কমে যায়। এমনকি মাইক্রোসফটের নিজস্ব প্ল্যাটফর্ম ‘টিমস’-এর প্রসারেও স্কাইপ হয়ে পড়ে অপ্রয়োজনীয়।
তবে ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর হচ্ছে—সব চ্যাট, কনট্যাক্ট ও তথ্য মাইক্রোসফট টিমসে স্থানান্তরের সুযোগ রাখা হয়েছে। ব্যবহারকারীরা সহজেই তাদের তথ্য সেখানে সংরক্ষণ করতে পারবেন।