বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা ফের চালু করেছে ইউএই
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল-হামৌদি আজ রোববার ঢাকায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। ছবি : সিএ প্রেস উইং
দীর্ঘদিন পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ভ্রমণ ভিসা প্রদান শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বর্তমানে ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস থেকে প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিসা ইস্যু করা হচ্ছে।
রোববার (৪ মে) ঢাকায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে এসব তথ্য জানান ইউএই’র রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল-হামৌদি। তিনি জানান, ভিসা পুনরায় চালুর এ অগ্রগতি দুই দেশের মধ্যে টেকসই কূটনৈতিক সম্পর্কের ফল।


রাষ্ট্রদূত বলেন, শুধু ভ্রমণ ভিসাই নয়, ব্যবসায়িক প্রতিনিধি দলের জন্য ভিসা প্রক্রিয়াও ত্বরান্বিত করা হয়েছে, যা বাণিজ্যিক বিনিময় ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করছে।
আরও একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে রাষ্ট্রদূত উল্লেখ করেন, ইউএই’র মানবসম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইন ভিসা সিস্টেম পুনরায় সক্রিয় করেছে। এর আওতায় সম্প্রতি মার্কেটিং ম্যানেজার, হোটেল কর্মীসহ বিভিন্ন পেশাজীবীর ভিসা দেওয়া হয়েছে।
নিরাপত্তারক্ষীদের জন্য ৫০০টি ভিসা ইতোমধ্যে অনুমোদিত হয়েছে এবং আরও এক হাজার ভিসা অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি। সময়ের সঙ্গে ভিসা বিধিনিষেধ আরও শিথিল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আল-হামৌদি।
বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ইউএই’র এই উদারতা ও সহায়তার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। তিনি জানান, দুই দেশের মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
এই সহযোগিতা আরও এগিয়ে নিতে চলতি মাসের শেষ দিকে ইউএই সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের কথা রয়েছে।