চুক্তি না হলেও টিকটককে আরও সময় দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, মে ৫, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি টিকটকের ওপর নিষেধাজ্ঞার সময়সীমা আবারও পিছিয়ে দিতে রাজি আছেন।

রবিবার (৫ মে) এনবিসি’র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী ১৯ জুনের মধ্যে টিকটকের মার্কিন কার্যক্রম কোনো আমেরিকান মালিকানাধীন কোম্পানিকে বিক্রি না করা হলে, তিনি নিষেধাজ্ঞার মেয়াদ আরও একবার বাড়াবেন।

ট্রাম্প বলেন, “হয়তো এটা বলা উচিত না, কিন্তু টিকটকের প্রতি আমার একটু আলাদা দুর্বলতা আছে।”

এর আগে, মার্কিন কংগ্রেস একটি আইন পাশ করেছিল, যেখানে বলা হয়, চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটডান্স যদি টিকটক বিক্রি না করে, তবে অ্যাপটিকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। সেই অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর হলেও ট্রাম্প প্রথমে ৯০ দিনের এবং পরে এপ্রিল মাসে আরও ৭৫ দিনের সময়সীমা বাড়ান।

ট্রাম্পের মতে, এই নিষেধাজ্ঞার পেছনে চীনের সঙ্গে পারস্পরিক শুল্কনীতি নিয়ে উত্তেজনার ভূমিকা রয়েছে। তিনি বলেন, “চীন সরকার এই চুক্তি নিয়ে খুব একটা খুশি না আমাদের রেসিপ্রোকাল ট্যারিফসের কারণে।”

টিকটকের ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা থাকলেও, ট্রাম্পের মন্তব্যে স্পষ্ট যে তিনি কোনো সমঝোতার পথ খোলা রাখতে চান। সূত্র: টেকক্রাঞ্চ

Nagad