মাওলানা রইস হত্যা: চট্টগ্রামের বিভিন্ন স্থানে আহলে সুন্নাতের সড়ক অবরোধ
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার প্রতিবাদে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআত।
সোমবার (৫ মে) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরসহ হাটহাজারী, আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ ও পটিয়া বাইপাস এলাকায় এ কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা। সকাল থেকেই নগরের মুরাদপুর, ২ নম্বর গেট, বহদ্দারহাট, একে খান এবং সল্টঘোলা ক্রসিংয়ে গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু হয়।


সল্টঘোলা ক্রসিংয়ে পুলিশ বাধা দিতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এছাড়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, ‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আলেম হত্যার বিচার না হলে আর কোনো শান্তিপূর্ণ প্রতিবাদ হবে না। রইস উদ্দিন হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত, বর্বর ও রাষ্ট্রীয় নীরবতার প্রশ্রয়ে সংঘটিত হয়েছে।’
তারা বলেন, ‘এই দেশে আলেমরাই যদি নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার নিশ্চয়তা কোথায়? তদন্তের নামে প্রহসন নয়, আমরা দ্রুত গ্রেপ্তার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
আন্দোলনকারীরা হুঁশিয়ার করে বলেন, ‘প্রয়োজনে সারা দেশ অচল করে দেওয়া হবে। প্রশাসন যদি খুনিদের পক্ষ নেয়, তাহলে জনগণের আদালতেই বিচার হবে।’
এর আগে গত শনিবার (৩ মে) এক সমাবেশে দলটির চেয়ারম্যান আল্লামা কাজী মঈনউদ্দিন আশরাফী ৪ মে ‘মার্চ টু গাজীপুর’ এবং ৫ মে সারা দেশে সড়ক অবরোধের ঘোষণা দেন।
সড়ক অবরোধের কারণে নগরজুড়ে যান চলাচল ব্যাহত হয়। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীরা চরম দুর্ভোগে পড়তে দেখা গেছে।