১৭ মে থেকে বিটিআরসির বাধ্যতামূলক ই-লাইসেন্স কার্যক্রম শুরু
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) লাইসেন্স প্রদানের প্রক্রিয়াকে পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের লাইসেন্সিং শাখা কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৭ মে থেকে এই ই-লাইসেন্স ব্যবস্থা বাধ্যতামূলকভাবে কার্যকর হবে। এরপর থেকে আর কোনো আবেদন কাগজে গ্রহণ করা হবে না।
এই উদ্যোগের অংশ হিসেবে বিটিআরসি নতুন ‘লাইসেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (এলআইএমএস) চালু করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে লাইসেন্স নবায়ন, নাম ও ঠিকানা পরিবর্তনসহ সবধরনের আবেদন অনলাইনে সম্পন্ন করতে হবে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি লাইসেন্সধারী বা রেজিস্ট্রিকৃত সেবাদাতা প্রতিষ্ঠানকে এলআইএমএস-এ একটি ইউজার অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। কমিশন আবেদন যাচাই-বাছাই শেষে সরাসরি অনলাইনে ই-লাইসেন্স প্রদান করবে।
বিটিআরসি মনে করছে, এই পদক্ষেপের ফলে সেবা গ্রহণে সময় ও খরচ উভয়ই সাশ্রয় হবে এবং টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা ও দক্ষতা আরও বাড়বে।
এদিকে কমিশনের সব বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট দফতরকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নতুন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
এই পদক্ষেপকে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার ধারাবাহিকতায় টেলিযোগাযোগ খাতে একটি বড় অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।