মস্কোয় ড্রোন হামলা, বন্ধ চারটি বিমানবন্দর
রাশিয়ার রাজধানী মস্কোয় টানা দ্বিতীয় রাত ইউক্রেনের ড্রোন হামলা হয়েছে। সর্বশেষ হামলার পর নিরাপত্তার কারণে শহরের চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মস্কোর ভনুকোভো, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকোভস্কি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।


মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, শহরের বিভিন্ন এলাকায় অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। কিছু ড্রোনের ধ্বংসাবশেষ একটি প্রধান মহাসড়কে পড়লেও হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে ইউক্রেন হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
রাশিয়ার কর্মকর্তারা জানান, কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনীয় হামলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয় এবং দুই কিশোর আহত হয়েছে। এতে শহরের কিছু অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
ইউক্রেন দাবি করেছে, কুরস্কের তিওতকিনো গ্রামের কাছে রাশিয়ার একটি ড্রোন কমান্ড ইউনিটে তারা সফল হামলা চালিয়েছে।
রুশ সামরিক ব্লগাররা জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী সীমান্ত অতিক্রম করে সাঁজোয়া যান নিয়ে কুরস্ক অঞ্চলে প্রবেশের চেষ্টা করে। রুশ বাহিনী প্রতিরোধ গড়ে তোলে এবং একটি সেতু উড়িয়ে দেয়।
সাম্প্রতিক এই হামলার পর ইউক্রেনের সুমি অঞ্চলের দুটি বসতি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।