দেশে ফিরলেন খালেদা জিয়া, নেতাকর্মীদের উচ্ছ্বাস
দীর্ঘ চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ—জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।
বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় স্থায়ী কমিটির নেতারা। সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে মুখর ছিল বিমানবন্দর এলাকা। দলের পতাকা ও জাতীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা রাস্তার দুই পাশে অবস্থান নেন এবং খালেদা জিয়ার নামে স্লোগান দেন।


জানা গেছে, বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে নেওয়া হয় তাকে। সেখানে আগেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফিরোজা ও আশপাশের এলাকায় মোতায়েন রয়েছেন।
এর আগে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে বড় ছেলে তারেক রহমানের গাড়িতে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। গাড়িতে তার পাশে বসেন তারেক, আর পেছনে ছিলেন নাতনী জাইমা রহমান। সেখানে হাজারো প্রবাসী নেতাকর্মী তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। প্রথমে দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে চিকিৎসা শেষে তাকে তারেক রহমানের বাসায় রাখা হয়। বর্তমানে তিনি লিভার সিরোসিস, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা জটিলতায় ভুগছেন।