খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে: ফখরুল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের পথকে আরও সহজ করবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৬ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে এসে এই মন্তব্য করেন তিনি।


ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন দেশ ও জাতির জন্য আনন্দের সংবাদ। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ একইসঙ্গে বিএনপি মহাসচিব চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, লন্ডনে দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে মঙ্গলবার সকাল ১০টায় কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরেন খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে বিএনপির নেতা-কর্মীরা সকাল থেকে বিমানবন্দরের আশপাশে জড়ো হন।
খালেদা জিয়ার সঙ্গে এসেছেন দুই পুত্রবধূ—তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। দীর্ঘ ১৭ বছর পর জুবাইদা রহমানের দেশে ফেরা দলটির মধ্যে আলাদা উদ্দীপনা তৈরি করেছে বলে জানিয়েছেন নেতারা।