বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিনিয়োগকারীদের মানববন্ধন
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন পুঁজিবাজার বিনিয়োগকারীরা।
বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধনে অংশ নেওয়া বিনিয়োগকারীরা স্লোগানে বলেন, “দফা এক, দাবি এক—রাশেদ মাকসুদের পদত্যাগ”, “আমার টাকা ফিরিয়ে দাও”, “স্বৈরাচারের আস্তানা—বিএসইসিতে হবে না” ইত্যাদি।
বক্তারা অভিযোগ করেন, বিএসইসি চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর থেকে বাজারে ধারাবাহিক পতন চলছে। তার নেয়া সিদ্ধান্তগুলো বাজারের ক্ষতি করেছে। তার কোনো পুঁজিবাজার-সম্পর্কিত অভিজ্ঞতা নেই বলেও অভিযোগ করেন তারা।
বিনিয়োগকারীদের দাবি, বর্তমান কমিশনের আমলে ডিএসই সূচক ১,১০০ পয়েন্ট কমেছে, লেনদেন নেমে এসেছে ৩০০–৪০০ কোটি টাকায়। গত আট মাসে বাজার মূলধনে ৬৭ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি একে মিজানুর রশিদ চৌধুরী জানান, আগামী ১১ মে পুঁজিবাজারের বিভিন্ন অংশীজনের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে বসবেন। সেই বৈঠকের আগ পর্যন্ত তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি স্থগিত রাখবেন।