শাহবাগ ছেড়ে জাদুঘরের সামনে অবস্থান, আন্দোলন চালিয়ে যাচ্ছেন আহতরা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৫

সংগৃহীত ছবি

আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই সনদ প্রকাশ ও আহতদের সুচিকিৎসার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া জুলাই আন্দোলনের আহতরা যানচলাচলের স্বার্থে স্থান পরিবর্তন করে এখন জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন।

রোববার (১১ মে) রাত ১০টার পর শাহবাগ মোড় ছেড়ে দিলে সড়কে যানচলাচল স্বাভাবিক হতে থাকে।

আন্দোলনকারীরা জানান, দুইদিন ধরে শাহবাগে অবস্থান করলেও পুলিশের অনুরোধে এবং জনদুর্ভোগের কথা ভেবে তারা জাদুঘরের সামনে চলে যান। রাত ৯টার দিকে পুলিশ শাহবাগ মোড়ের ব্যারিকেড সরিয়ে দিলে তারা সড়ক ছেড়ে দেন।

আন্দোলনকারীদের দাবি—আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে, জুলাই সনদ প্রকাশ করতে হবে এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।

তারা বলেন, ‘আমাদের দাবি মানা না হলে আন্দোলন চলবে। আমরা দালালমুক্ত অন্তর্বর্তীকালীন সরকারের দাবি জানাই। আওয়ামী লীগ নিষিদ্ধ না করে কোনো ধরনের সুশীলতা আমরা মেনে নেব না।’

জুলাই গণ-অভ্যুত্থনের আহতদের অভিযোগ, তাদের দুই হাজার সহযোদ্ধা শহীদ হয়েছেন, আর প্রায় ৩৫ হাজার আহত ব্যক্তিকে আজও অবহেলার মধ্যে রাখা হয়েছে।

Nagad

তারা বলেন, ‘এই সরকার যদি আন্তরিক হতো, তাহলে গত আগস্টেই আওয়ামী লীগ নিষিদ্ধ হতো, জুলাই সনদও প্রকাশ হতো।’