ফারিণের এক হাতে গোলাপ, আরেক হাতে কুড়াল-কী বার্তা দিচ্ছে ‘ইনসাফ’?
নাটক, ওয়েব কনটেন্ট ও সিরিজে সাফল্যের পর এবার বড় পর্দায় অভিষেক হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের। নির্মাতা সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘ইনসাফ’। সিনেমাটির পোস্টার প্রকাশের পরই তা নিয়ে কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে দর্শকদের মধ্যে।
রোববার (১১ মে) সন্ধ্যায় প্রকাশিত পোস্টারে রহস্যময়ী এক লুকে দেখা যায় ফারিণকে। তার পরনে খয়েরি-রক্তরঙা গ্ল্যামারাস পোশাক, পায়ে হাই হিল, মুখে রক্তের ছিটে। আশপাশে আহত পড়ে রয়েছে কয়েকজন—কেউ হাত, কেউ পা হারিয়েছেন। কিন্তু সবচেয়ে বেশি চোখে পড়ে, ফারিণের এক হাতে রক্তমাখা কুড়াল, অন্য হাতে লাল গোলাপ। পোস্টারের ক্যাপশনে লেখা: ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই।’


পরিচালক সঞ্জয় সমাদ্দার জানিয়েছেন, ‘ইনসাফ’ একটি মানবিক সম্পর্কের গল্প হলেও এতে অ্যাকশন, রোমান্স ও সাসপেন্সের মিশেল রয়েছে। তিনি বলেন, ‘গল্পের আবেগ ঠিক রেখেই একটি পূর্ণাঙ্গ ঈদ সিনেমা হিসেবে এটি নির্মাণ করেছি। ছবিটিতে এমন কিছু উপাদান রয়েছে যা বাংলাদেশের বাস্তবতা ও চিন্তাভাবনার সঙ্গে মেলে।’
‘ইনসাফ’-এ ‘জাহান’ চরিত্রে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। তার বিপরীতে রয়েছেন শরিফুল রাজ, মোশাররফ করিমসহ আরও অনেকে। পোস্টারের ভেতরে লুকানো রূপক অর্থ ও চরিত্রের দ্বৈততা নিয়ে ইতোমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে অনলাইন ও সোশ্যাল মিডিয়ায়।
ছবিটির এই পোস্টার যেন একসঙ্গে ভালোবাসা ও প্রতিশোধ, কোমলতা ও কঠোরতার প্রতীক—আর সেখান থেকেই উঠে আসে প্রশ্ন: ফারিণের চরিত্রটি ঠিক কতটা জটিল?