জুনে করোনায় ২২ ও ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু, স্বাস্থ্যখাতে নতুন উদ্বেগ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫

চলতি বছরের জুন মাসে হঠাৎ করে করোনাভাইরাস ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুন মাসেই করোনা আক্রান্ত হয়ে ২২ জন এবং ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও রেকর্ড ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-সংক্রান্ত মাসিক প্রতিবেদনে জানানো হয়, জুন মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৫১ জন, যা বছরের মধ্যে সর্বোচ্চ। একই মাসে ডেঙ্গুতে মারা গেছেন ১৯ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতির চিত্র এমন—

জানুয়ারি: ১০ মৃত্যু, ১,১৬১ জন ভর্তি। ফেব্রুয়ারি: ৩ মৃত্যু, ৩৭৪ জন ভর্তি। মার্চ: ০ মৃত্যু, ৩৩৬ জন ভর্তি। এপ্রিল: ৭ মৃত্যু, ৭০১ জন ভর্তি, মে: ৩ মৃত্যু, ১,৭৭৩ জন ভর্তি। জুন: ১৯ মৃত্যু. ৫,৯৫১ জন ভর্তি। সবমিলিয়ে ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১০ হাজার ২৯৬ জন, আর মৃত্যুবরণ করেছেন ৪২ জন।

অন্যদিকে, করোনা সংক্রমণ নিয়েও নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জুন মাসে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৪ জন এবং মৃত্যু হয়েছে ২২ জনের। অবাক করার বিষয় হলো, চলতি বছরের আগের পাঁচ মাসে কোনো মৃত্যুর খবর না থাকলেও, শুধুমাত্র জুনেই মৃত্যুর ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) জানিয়েছে, সম্প্রতি করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট XFJ ও XFC শনাক্ত হয়েছে। জুন মাসের প্রথম ১০ দিনে ১৪টি নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ের মধ্যে ১২টিতেই পাওয়া গেছে এই নতুন ভ্যারিয়েন্ট, যা ওমিক্রনের উপধারার অংশ।

Nagad

বিশেষজ্ঞদের মতে, নতুন এই ধরনটি দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম হলেও তুলনামূলকভাবে তীব্রতা কম। তবে সচেতনতা না থাকলে এটি ভয়াবহ রূপ নিতে পারে।

মোট করোনা পরিসংখ্যান (২০২০–২০২৫): মোট আক্রান্ত: ২০ লাখ ৫২ হাজার ৯৩ জন, মোট মৃত্যু: ২৯ হাজার ৫২১ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু ও করোনা—উভয় সংক্রমণ মোকাবিলায় জনসচেতনতা, স্বাস্থ্যবিধি মানা এবং দ্রুত চিকিৎসা গ্রহণই সবচেয়ে কার্যকর পন্থা। বিশেষ করে যাদের পূর্ববর্তী রোগ রয়েছে, তাদের আরও বেশি সতর্ক হওয়া জরুরি।