বিরাটের টেস্ট অবসর, ভাবেননি আনুশকাও
টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর অবসরের ঘোষণা দিয়ে ক্রিকেটভক্তদের কিছুটা অবাক করলেও, বিরাট কোহলির টেস্ট ক্রিকেটকে বিদায় বলাটা আরও বেশি বিস্ময়ের জন্ম দিয়েছে। এমনকি স্ত্রী আনুশকা শর্মাও ধারণা করতে পারেননি, ওয়ানডের আগেই লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন তিনি।
গত মার্চে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর অনেকেই ভেবেছিলেন, ওয়ানডে ফরম্যাট থেকেই বিদায় নেবেন কোহলি ও রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) এমনটাই ভাবছিল। সে কারণেই কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশে পাঁচ মাস দেরি করে বোর্ড।


তবে আনুশকা ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় জানান, তিনি ভেবেছিলেন সাদা বলের ক্রিকেট থেকেই আগে অবসর নেবেন কোহলি। তার ভাষায়, “আমি সবসময় ভেবেছি, তুমি সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগে বিদায় নেবে। তবে তুমি তোমার হৃদয়ের ডাক শুনেছ।”
তিনি আরও লেখেন, “সবাই তোমার রেকর্ড, মাইলফলক নিয়ে কথা বলবে। কিন্তু আমি জানি, প্রতিটি টেস্ট সিরিজ তোমাকে কতটা নিঃশেষ করেছে। আমি দেখেছি, তুমি কীভাবে প্রতিটি ম্যাচ থেকে কিছু না কিছু শিখে আরও নম্র হয়ে ফিরে এসেছ।”
বিরাট কোহলি ১৪ বছরের ক্যারিয়ারে ১২৩টি টেস্ট খেলেছেন। লাল বলে তার রান ৯২৩০, শতক ৩০টি, আর অর্ধশতক ৩১টি।
এদিকে ভারতীয় গণমাধ্যম দাবি করছে, বিসিসিআই কোহলিকে ‘আনফিট’ বলে বিবেচনা করছিল এবং গৌতম গম্ভীরের সঙ্গে পুরনো দ্বন্দ্বও তার অবসরের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।