প্রজ্ঞাপন জারি: সুন্দরবনের ১০ কিমির মধ্যে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ নিষিদ্ধ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, মে ১২, ২০২৫

সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চলের চারপাশের ১০ কিলোমিটার এলাকাজুড়ে ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ বা প্রকল্প গ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’-এর ক্ষমতাবলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সোমবার (১২ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

এর আগে গত ২১ এপ্রিল সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির নির্বাহী কমিটির ১৬তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসিএ এলাকার ভেতরে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত মান উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণ ও প্রশমনের লক্ষ্যে পরিকল্পিত ও পরিবেশবান্ধব কার্যক্রম নেওয়া যাবে। তবে নতুন শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প গ্রহণ করা যাবে না।

সুন্দরবনের চারপাশে ইসিএ হিসেবে ঘোষিত এলাকায় পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে এ সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে মন্ত্রণালয়।

Nagad