ব্রাজিল ফুটবলের ইতিহাসে প্রথম বিদেশি কোচ আনচেলত্তি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, মে ১২, ২০২৫

সব জল্পনা-কল্পনা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ পেলেন ইতালিয়ান কৌশলবিদ কার্লো আনচেলত্তি। সোমবার (১২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ।

এই নিয়োগের মধ্য দিয়ে নতুন ইতিহাস গড়লেন আনচেলত্তি। ব্রাজিলের ফুটবল ইতিহাসে তিনিই প্রথম বিদেশি কোচ, যিনি সেলেসাওদের ডাগআউট সামলাবেন। এর আগে ব্রাজিলের সব সাফল্যের পেছনেই ছিল দেশি কোচদের অবদান।

বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, আনচেলত্তি হতে যাচ্ছেন ব্রাজিল দলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল কোচ।

সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তি থাকবেন ব্রাজিল দলের দায়িত্বে। তবে চুক্তির মেয়াদ ভবিষ্যতে বাড়ানোর সুযোগ রয়েছে।

ধারণা করা হচ্ছে, আনুষ্ঠানিকভাবে ২৬ মে দায়িত্ব নেবেন এই ইতালিয়ান কোচ। আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আনচেলত্তির কোচিং অধ্যায়।

দলের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশ ব্রাজিল ফুটবল আশাবাদী আনচেলত্তির অভিজ্ঞতায় ঘুরে দাঁড়াবে সেলেসাওরা। এমনটাই আশা ব্যক্ত করেছেন সিবিএফ সভাপতি রদ্রিগেজ।

Nagad