ধার কিংবা টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন নয়: অর্থ উপদেষ্টা
ব্যাংক থেকে ঋণ বা টাকা ছাপিয়ে নয়, বাস্তবভিত্তিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে আগামী অর্থবছরের বাজেট বাস্তবায়নের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা নিজেই।


তিনি বলেন, বড় বড় মেগা প্রকল্পে ঋণ নিয়ে বাজেট বাস্তবায়নের পরিকল্পনা আমাদের নেই। আমরা অত্যন্ত বাস্তবভিত্তিক বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নেব। বাজেটে বিশাল ঘাটতি রেখে পরিকল্পনা করা হবে না। কিছুটা ঘাটতি থাকলেও তা মোকাবিলায় আমরা বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে আলোচনায় এগিয়ে যাচ্ছি এবং তা মোটামুটি সফল।
রাজস্ব আদায়ে প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভক্ত হলেও রাজস্ব আহরণে নেতিবাচক প্রভাব পড়বে না। ইতোমধ্যে গত বছরের তুলনায় ২ শতাংশ রাজস্ব আদায় বেশি হয়েছে। আমি আরও আশাবাদী, অন্তত কম হবে না।’
৫৩ বছর পর এনবিআর ভেঙে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আন্তর্জাতিক প্রথা অনুযায়ী হয়েছে। নীতিনির্ধারণী বিভাগ ও বাস্তবায়ন বিভাগ পৃথক রাখাই প্রথা। এতে স্বার্থ সংরক্ষিত রয়েছে। এনবিআর যেমন ছিল, তেমনই থাকবে। কাস্টমস ট্যাক্স ক্যাডারের কর্মকর্তাদের স্বার্থও অক্ষুণ্ন রয়েছে।’
তিনি আরও বলেন, ‘নীতি নির্ধারণে পেশাদারদের দরকার হয়, যাদের অর্থনীতি, পরিসংখ্যান ও জিডিপি সম্পর্কে ধারণা থাকে। এনবিআরের মূল কাজ হবে বাস্তবায়ন। একই সংস্থা নীতি প্রণয়ন ও বাস্তবায়ন—দু’টি কাজ করলে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়।’