এসবির ক্লিয়ারেন্স না থাকায় বিমানবন্দরে আটকে গেলেন পার্থর স্ত্রী

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে থাইল্যান্ডগামী ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়।

ইমিগ্রেশন সূত্র জানায়, শাইরা শারমিন দুপুর দেড়টার দিকে থাই এয়ারওয়েজের টিজি৩২২ ফ্লাইটে ব্যাংকক যাওয়ার জন্য চেক-ইন করলেও ইমিগ্রেশন থেকে তাকে থামিয়ে দেওয়া হয়। বলা হয়, তার বিদেশ যাওয়ার জন্য বিশেষ শাখার (এসবি) ক্লিয়ারেন্স প্রয়োজন। উল্লেখযোগ্য যে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের পর থেকে বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রমে এসবির নিয়ন্ত্রণ আরও জোরদার হয়েছে।

এ বিষয়ে ব্যারিস্টার পার্থ জানান, “আমার স্ত্রী ও ছোট কন্যা মেডিকেল চেকআপের জন্য ব্যাংকক যাচ্ছিল। এসবি থেকে নিষেধাজ্ঞার কথা জানানো হলে তারা বাড়ি ফিরে আসে। তবে কারও সঙ্গে কোনো অসৌজন্যমূলক আচরণ করা হয়নি। যথাযথ অনুমতি নিয়েই পরবর্তীতে তারা বিদেশে যাবেন।”

উল্লেখ্য, শেখ শাইরা শারমিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন। শেখ হেলাল উদ্দীন ইতোমধ্যেই দেশ ত্যাগ করেছেন।