সাম্য হত্যার বিচার চাইলেন সারজিস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (১৪ মে) সকাল ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।


সারজিস লেখেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যান হয়ে উঠেছে চাঁদাবাজি, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্মের আখড়া। অথচ উদ্যানসংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট থাকলেও তারা এসবের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, বরং অনেক ক্ষেত্রে এসবের অংশীদার হয়ে উঠেছে। এর ফলে অনেক তরুণ বিপথে গেছে, প্রাণহানির ঘটনাও ঘটেছে।’
তিনি সাম্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে লিখেছেন, ‘এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
সারজিস আলম আরও বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে মাদকসহ সব অপকর্মের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান চালাতে হবে। পুরো উদ্যান এলাকায় নজরদারি বাড়াতে হবে। অপ্রয়োজনীয় ইট-পাথরের অবকাঠামো ভেঙে প্রকৃতিনির্ভর ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে হবে।’
উল্লেখ্য, মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।