৫১ বছর পর কোপা ইতালিয়া জয়ের আনন্দে বোলোনিয়া

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৫

আর্জেন্টিনা যেমন কাতার বিশ্বকাপে ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে বাঁধভাঙা উল্লাসে মেতেছিল, এবার সেই অপেক্ষাকেও ছাড়িয়ে গেল ইতালির ক্লাব বোলোনিয়া। দীর্ঘ ৫১ বছর পর কোপা ইতালিয়ার শিরোপা ঘরে তুলল দলটি।

বুধবার (১৪ মে) রোমের অলিম্পিক স্টেডিয়ামে কোপা ইতালিয়ার ফাইনালে শক্তিশালী এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে স্বপ্ন পূরণ করে বোলোনিয়া। শেষবার ১৯৭৩-৭৪ মৌসুমে এই শিরোপা জিতেছিল তারা।

প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বোলোনিয়ার দখলে। বল দখল, পাসিং এবং আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি কেউ। তবে বিরতির পর আসে কাঙ্ক্ষিত গোলটি। ৫৩তম মিনিটে টানা পাসে গড়া আক্রমণ থেকে গোল করেন এনদোয়ে।

গোল হজমের পর এসি মিলান চেষ্টা করলেও বোলোনিয়ার রক্ষণভাগ ছিল জমাট। কোনো উল্লেখযোগ্য আক্রমণ গড়ে তুলতে পারেনি মিলান। শেষ পর্যন্ত এনদোয়ের একমাত্র গোলে ইতিহাস গড়ল বোলোনিয়া—৫১ বছর পর কোপা ইতালিয়ার শিরোপা।

অন্যদিকে, চলতি মৌসুমে সিরি আ’তে ভালো সময় পার করছে না এসি মিলান। দুই রাউন্ড বাকি থাকতে ৬০ পয়েন্ট নিয়ে রয়েছে অষ্টম স্থানে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার জন্য তাদের এই শিরোপা জেতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন লিগের শেষ দুই ম্যাচে অবিশ্বাস্য কিছু না হলে আগামী মৌসুমে ইউরোপীয় আসরে দেখা যাবে না লাল-কালোদের।

Nagad