ভারত থেকে পুশইন, বিজিবির জালে আরও ৩০ জন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২৫

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের বড়লেখার নিউ পাল্লাথল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় আরও ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর আগে সকালে কুলাউড়ার মুরাইছড়া সীমান্ত থেকে আরও ১৪ জনকে আটক করা হয়। এ নিয়ে একদিনে জেলায় মোট ৩০ জনকে আটক করল বিজিবি।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই ১৬ জনকে বাংলাদেশে পুশইন করে। বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। পরে আটক ব্যক্তিদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় আটক ব্যক্তিদের মধ্যে ১৪ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন।

উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, বিজিবির জিজ্ঞাসাবাদে জানা গেছে—আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে।”

Nagad