জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিল সরকার
টানা তিনদিনের আন্দোলনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবির প্রতি সাড়া দিয়েছে সরকার।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় আন্দোলনস্থলে গিয়ে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। তিনি বলেন, “সরকার জবির শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে।”


এ সময় জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানান, বিশ্ববিদ্যালয় পরিচালনার বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবি পূরণ হবে। দ্রুত অস্থায়ী আবাসন সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজও ইতোমধ্যে শুরু হয়েছে।
এর আগে ৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি এবং প্রকল্পে অগ্রাধিকার দেওয়াসহ তিন দফা দাবিতে ইউজিসিতে যান জবি শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। তবে আশানুরূপ সাড়া না পেয়ে শিক্ষার্থীরা ঘোষণা দেন ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি।
গত ১৪ মে এই কর্মসূচি চলাকালে পুলিশি বাধার মুখে পড়েন তারা। এরপর থেকেই আন্দোলন আরও ঘনিভূত হয়। অবশেষে সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি ইতিবাচক সাড়া দিল।