ঢাকা থেকে ডিজনি প্লাস: এআইইউবিয়ান জাহিদ সোহেলের অনুপ্রেরণার গল্প
একসময় বন্ধুর বাসায় রাত জেগে কম্পিউটার প্রোগ্রামিং করা তরুণটি এখন ডিজনি প্লাসের লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নাম তাঁর জাহিদ সোহেল। পড়েছেন ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি)। থাকেন নিউইয়র্কে, কাজ করেন বিশ্বের অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
প্রযুক্তির প্রতি ভালোবাসা তাঁকে প্রথমে নিয়ে গিয়েছিল সুইডেনে। কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মাস্টার্স করেছেন ডিস্ট্রিবিউটেড সিস্টেমে। আর ক্যারিয়ার শুরু করেছিলেন একেবারে অন্যভাবে—সুইডেনে বাড়ি বাড়ি পত্রিকা বিলি করে!


এরপর দীর্ঘ ১৭ বছর কাটিয়েছেন ইউরোপের প্রথম সারির প্রতিষ্ঠানগুলোতে। কাজ করেছেন Qlik, Sony Mobiles, IKEA–র মতো ব্র্যান্ডে। পরিবারের টানে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। সাতবার ইন্টারভিউয়ের পর ডিজনিতে যোগ দেন।
জাহিদের দায়িত্ব মূলত ডিজনি প্লাসের ইউজার এক্সপেরিয়েন্স আরও সহজ, স্মার্ট ও সিকিউর করা। কোন কনটেন্ট দর্শকের জন্য উপযুক্ত, কীভাবে বাফারিং ছাড়াই দেখা যাবে, কোন অ্যাকাউন্টে অননুমোদিত ডিভাইস যেন যুক্ত না হয়—এসব নিয়েই কাজ করেন তিনি।
ছাত্রজীবনে টিউশনির টাকা জমিয়ে বন্ধুদের সঙ্গে শুরু করেছিলেন কম্পিউটার ব্যবসা। নিজের হাতে বানিয়েছিলেন স্মার্ট হোম কন্ট্রোল সফটওয়্যার। শিখেছেন সীমাবদ্ধতার মধ্যেই এগিয়ে যেতে। মায়ের কাছ থেকে ফোনে রান্না শিখেছেন, আর সেই রান্না করে সপ্তাহ পার করেছেন বিদেশের মাটিতে।
জাহিদ বলেন, ‘যে কাজই করি, সেটা যেন সবার চেয়ে ভালো হয়, সেই লক্ষ্য রাখি।” তাঁর এই পথচলায় সবচেয়ে বড় শক্তি পরিবার ও জীবনসঙ্গী, যিনি নিজেও একজন সিএসই গ্র্যাজুয়েট।’
একজন তরুণ কীভাবে ঢাকা থেকে আন্তর্জাতিক প্রযুক্তি দুনিয়ায় নিজেদের স্থান করে নিতে পারে—জাহিদ সোহেল সেই গল্পের এক অনুপ্রেরণাদায়ী উদাহরণ।