নতুন পররাষ্ট্র সচিব হলেন রুহুল আলম সিদ্দিকী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৫

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রুহুল আলম সিদ্দিকী। তিনি মো. জসীম উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন।

বৃহস্পতিবার (২৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আবুল হাসান মৃধার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, ‘মো. জসীম উদ্দিন পররাষ্ট্র সচিবের দায়িত্ব ত্যাগের প্রেক্ষিতে মো. রুহুল আলম সিদ্দিকী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র সচিবের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করবেন।’ আদেশটি ২৩ মে থেকেই কার্যকর ধরা হয়েছে।

এদিকে, সচিব পদে এই রদবদল নিয়ে নানা গুঞ্জন থাকলেও পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটি কোনো অপসারণ নয়।

গত বুধবার (২১ মে) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘তিনি (মো. জসীম উদ্দিন) বিভিন্ন কারণে নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চেয়েছেন। তবে তিনি সরকারি চাকরিতে থাকছেন এবং দায়িত্বে পরিবর্তন আনা হবে। এটি কোনো অপসারণ নয়।’

Nagad