চলছে অগ্রিম টিকিট বিক্রি, আজ বিক্রি হচ্ছে ২ জুনের টিকিট

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৫

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৩ মে) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ২ জুনের অগ্রিম টিকিট বিক্রি।

এবারও ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির সম্পূর্ণ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে অনলাইনের মাধ্যমে। যাত্রীদের ভিড় ও ভোগান্তি এড়াতে পশ্চিম ও পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট আলাদা সময়ে বিক্রির ব্যবস্থা করেছে রেলওয়ে।

রেলওয়ের তথ্যমতে, পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় সকাল ৮টায়, পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় দুপুর ২টায়।

রেলওয়ে আরও জানায়, ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে এবং
৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের সংখ্যা ও কোচ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

Nagad