দুই দিনের রিমান্ডে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দুদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৫ মে) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসীন শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে আইভীর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।


নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় করা মিনারুল হত্যা মামলায় আইভীর রিমান্ড মঞ্জুর করা হয়।
সাবেক মেয়রের বিরুদ্ধে আনা অভিযোগ ও মামলার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো বিস্তারিত কিছু জানায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তদন্তে অগ্রগতি ও তথ্য যাচাইয়ের স্বার্থেই রিমান্ড প্রয়োজন ছিল।
উল্লেখ্য, সেলিনা হায়াৎ আইভী দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং দেশের প্রথম নারী সিটি করপোরেশন মেয়র হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেন।