জাতীয় কবি নজরুলের ১২৬তম জন্মবার্ষিকী আজ
আজ ১১ জ্যৈষ্ঠ, ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। প্রেম, বিদ্রোহ, সাম্য ও মানবতার অমর কণ্ঠস্বর এই কবি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তার কালজয়ী রচনায়।
১৮৯৯ সালের ২৪ মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন নজরুল। দারিদ্র্য ও সংগ্রামে মোড়া ছিল তাঁর শৈশব-কৈশোর। জীবিকার প্রয়োজনে কাজ করেছেন মসজিদে মুয়াজ্জিন, লেটো গানের দলে, আবার সেনাবাহিনীতেও যোগ দেন ১৯১৭ সালে। প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর ঝুলিতে।


১৯২২ সালে প্রকাশ করেন ‘ধূমকেতু’ নামের পত্রিকা, যা তৎকালীন ব্রিটিশ শাসকদের চোখে পড়ে যায়। পত্রিকায় প্রকাশিত ‘আনন্দময়ীর আগমনে’ কবিতার জন্য তাঁকে এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
মাত্র ২২ বছরের সাহিত্যজীবনে নজরুল লিখেছেন প্রায় ৩ হাজার গান, অসংখ্য কবিতা, ছোটগল্প ও উপন্যাস। তিনি সাহিত্য ছাড়াও সংগীত ও চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে বহুমাত্রিক প্রতিভার সাক্ষর রেখেছেন। তাঁর পরিচালিত ‘ধ্রুব’ চলচ্চিত্রে তিনি নিজেই অভিনয় করেন।
স্বাধীনতা অর্জনের পর ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কবিকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। এখানেই কাটে তাঁর জীবনের শেষ অধ্যায়। ১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি। তার ইচ্ছানুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাঁকে সমাহিত করা হয়।
‘বিদ্রোহী’ কবিতার অগ্নিকণ্ঠ নজরুল আজও বাঙালির চেতনায় জাগ্রত, আজও প্রাসঙ্গিক তাঁর লেখা—
“আমি চির-বিদ্রোহী বীর,
বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!”