বাংলাদেশে অ্যাভোকরের ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে আনল টেক রিপাবলিক

তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান টেক রিপাবলিক লিমিটেড। দীর্ঘদিন ধরে আইটি সল্যুশন প্রোভাইডার হিসেবে সুনাম অর্জন করা এই প্রতিষ্ঠান এবার আরেকটি নতুন মাইলফলক ছুঁয়েছে। বৈশ্বিক ব্র্যান্ড জাবরা ও স্টিলসিরিজ-এর পাশাপাশি এবার বিশ্বখ্যাত অ্যাভোকর ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে-এর পরিবেশক হিসেবে আত্মপ্রকাশ করেছে টেক রিপাবলিক।

সম্প্রতি এক আনুষ্ঠানিক ঘোষণায় টেক রিপাবলিক জানায়, তারা বাংলাদেশের বাজারে আনতে যাচ্ছে অ্যাভোকরের ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেল (IFP)। প্রতিষ্ঠানটির দাবি, এই কৌশলগত ও সময়োপযোগী উদ্যোগ দেশের ব্যবসা, শিক্ষা ও সরকারি খাতে প্রযুক্তিগত সক্ষমতা বাড়াবে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অংশগ্রহণমূলক ও আধুনিক শিক্ষা–কর্মপরিবেশের দিকে এক ধাপ এগিয়ে

বিশ্বব্যাপী সমাদৃত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাভোকর আধুনিক টাচস্ক্রিন ও ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে তৈরিতে বিশেষজ্ঞ। প্রতিষ্ঠানটির তৈরি প্রযুক্তি যোগাযোগ, উৎপাদনশীলতা এবং ব্যবহারকারীদের সক্রিয় অংশগ্রহণকে বহুগুণে বাড়িয়ে তোলে।

এক ভিডিও বার্তায় রোহিত এ কে, ডিরেক্টর অব সেলস (ইন্ডিয়া ও মিডল ইস্ট), জানান, ইউরোপ ও আমেরিকার মতো বাজারে অ্যাভোকরের পণ্য ব্যাপক জনপ্রিয়। ইন্ডিয়া ও মিডল ইস্টেও সফলতার পর এবার টেক রিপাবলিকের মাধ্যমে আমরা বাংলাদেশে প্রবেশ করছি। আমাদের বিশ্বাস, টেক রিপাবলিকের দক্ষ টিমের সঙ্গে এই যাত্রা সুদূরপ্রসারী হবে।

Nagad

অ্যাভোকর ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লের মূল বৈশিষ্ট্য:

৪কে ইউএইচডি রেজ্যুলেশন: নিখুঁত ও প্রাণবন্ত দৃশ্যমানতা নিশ্চিত করে ক্লাসরুম ও কনফারেন্স অভিজ্ঞতা আরও উন্নত করে।

৪০-পয়েন্ট মাল্টি-টাচ সাপোর্ট: একাধিক ব্যবহারকারী একসাথে ইন্টারঅ্যাক্ট করতে পারেন, যা গ্রুপ ওয়ার্ক, ডিজিটাল হোয়াইটবোর্ডিং ও অ্যানোটেশনে সহায়ক।

গুগল ইডিএলএ সার্টিফিকেশন: গুগল প্লে স্টোর ও গুগল ওয়ার্কস্পেসের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়ে শিক্ষা ও অফিস ব্যবহারে কার্যকর সমাধান।

বহুমুখী ইন্টিগ্রেশন: উইন্ডোজ, ম্যাকওএস, ক্রোমওএস—সব প্ল্যাটফর্মের সঙ্গে সংযোগযোগ্য, মাইক্রোসফট টিমস, জুম ও গুগল মিটে কাজ করতে সক্ষম।

শক্তিশালী হার্ডওয়্যার পারফরম্যান্স: উন্নত প্রসেসর ও র‍্যাম/স্টোরেজে নিরবিচ্ছিন্নভাবে অ্যাপ চালানো যায়।

বিভিন্ন আকারে পাওয়া যাবে: ৬৫, ৭৫ ও ৮৬ ইঞ্চির ডিসপ্লে, ছোট বা বড় যেকোনো কনফারেন্স রুম বা শ্রেণিকক্ষে মানানসই।

টেক রিপাবলিকের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ফয়েজ মোর্শেদ বলেন, বাংলাদেশের বাজারে অ্যাভোকরের মতো প্রযুক্তি আনতে পেরে আমরা আনন্দিত। এটি আধুনিক কর্মপরিবেশ, ক্লাসরুম, মিটিং এবং কনটেন্ট শেয়ারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। তিনি আরও জানান, পণ্য গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য ইন্সটলেশন, কারিগরি সহায়তা ও প্রশিক্ষণসহ পূর্ণাঙ্গ সেবা প্যাকেজ দেওয়া হবে, যাতে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত হয়।

টেক রিপাবলিক ইতোমধ্যেই জাবরা (শ্রুতিগুণসম্পন্ন অডিও-ভিডিও কনফারেন্সিং ডিভাইস) ও স্টিলসিরিজ (বিশ্বমানের গেমিং গিয়ার) ব্র্যান্ডের অনুমোদিত পরিবেশক হিসেবে সফলভাবে কাজ করছে।

প্রতিষ্ঠানটির পরিচালক মেহেদী হাসান বলেন, আমাদের লক্ষ্য—বিশ্বের সেরা প্রযুক্তি বাংলাদেশে আনা। জাবরা, স্টিলসিরিজ ও অ্যাভোকরের মতো শীর্ষ ব্র্যান্ডের সঙ্গে কাজ করা আমাদের এই লক্ষ্যপূরণে সহায়ক হবে।