পরাজিত শক্তির ইন্ধন ও বিদেশি ষড়যন্ত্র বন্ধে নির্বাচনের রোডম্যাপের বিকল্প নেই : বিএনপি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, মে ২৭, ২০২৫

পরাজিত শক্তির ইন্ধন ও বিদেশি ষড়যন্ত্র রুখতে একটি নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অবিলম্বে ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। দলটির মতে, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সুস্পষ্ট রূপরেখা ছাড়া কোনো বিকল্প নেই।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারের কাছে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের রোডম্যাপ দাবি করেছি। সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া একসঙ্গে চলতে হবে।’

সংবাদ সম্মেলনে ড. মোশাররফ উল্লেখ করেন, বিএনপির একটি প্রতিনিধি দল সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে সাক্ষাৎ করেছে। একই দিনে আরও দুটি রাজনৈতিক দলও সাক্ষাৎ করে। কিন্তু আলোচনার পর উপদেষ্টা পরিষদের বিবৃতিকে “অস্পষ্ট ও বিভ্রান্তিকর” বলে মন্তব্য করে বিএনপি।

তিনি বলেন, ‘বিভিন্ন মহলের অযৌক্তিক বক্তব্য ও সরকারের দায়সারা আচরণে জনমনে সন্দেহ ও সংশয় সৃষ্টি হয়েছে। অথচ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এখন সময়, আইনের শাসন প্রতিষ্ঠা ও স্বাধীন কমিশনের মাধ্যমে বিচার কাজ চালানোর।’

এসময় তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে দ্রুত শপথ গ্রহণ করানোর দাবি জানান। তিনি বলেন, ‘আদালতের রায় ও গেজেট প্রকাশের পরও তার শপথ গ্রহণ না করানো সরকারের পক্ষপাতমূলক আচরণেরই প্রমাণ।’

ড. মোশাররফ আরও বলেন,‘বর্তমান সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত—ডিসেম্বর ২০২৫-এর মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে রোডম্যাপ ঘোষণা। তা না হলে সরকারের প্রতি বিএনপির সহযোগিতা কঠিন হয়ে পড়বে।’

Nagad

দেশের স্থিতিশীলতা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিনিয়োগে গতি আনা এবং আইনের শাসন নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার ওপরই জোর দেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।