সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করল ইন্দোনেশিয়া

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, মে ২৭, ২০২৫

বিশ্বের সর্ববৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। দেশটির আকাশে মঙ্গলবার (২৭ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর আগামী ৬ জুন, শুক্রবার ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দেওয়া হয়।

গালফ নিউজ-এর খবরে বলা হয়েছে, চাঁদ দেখা যাওয়ায় ইন্দোনেশিয়ায় ২৮ মে (বুধবার) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসেবে ১০ জিলহজ, অর্থাৎ ৬ জুন শুক্রবার দেশটিতে ঈদ উদযাপিত হবে।

এদিকে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও আজ (২৭ মে) চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। এসব দেশে আজ চাঁদ দেখা গেলে ঈদুল আজহা হবে ৬ জুন বৃহস্পতিবার এবং হজ অনুষ্ঠিত হবে ৫ জুন বুধবার।

এর আগে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, আমিরাতের আকাশে ২৭ মে সন্ধ্যায় চাঁদ স্পষ্টভাবে দেখা যাবে বলে পূর্বাভাস ছিল। তার ভাষ্য অনুযায়ী, চাঁদ ওইদিন আকাশে প্রায় ৩৮ মিনিট অবস্থান করবে, ফলে তা দেখা সম্ভব হবে।

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসেবে বাংলাদেশে ঈদুল আজহা হতে পারে ৭ জুন, শনিবার। তবে বিষয়টি নির্ভর করছে দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার ওপর। আগামীকাল (২৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

Nagad