ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

ভুয়া ও মিথ্যা তথ্য মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নৈতিক সংবাদ পরিবেশনা নিশ্চিত করতে জাতিসংঘের সহায়তা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ অফিস প্রধান সুসান ভাইজ এবং সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক শাখার সিনিয়র প্রকল্প কর্মকর্তা মেহদি বেনচেলাহ’র সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, ‘সরকারের জন্য ভুয়া ও মিথ্যা তথ্য একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর একটি অংশ ছড়াচ্ছে দেশের বাইরের কিছু গোষ্ঠী। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রথাগত গণমাধ্যমও অনেক সময় যাচাই না করেই ভুয়া খবর প্রচার করছে।’

তিনি জাতিসংঘের প্রতিনিধিদের গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনার পরামর্শও দেন, যাতে নীতিগত দিকনির্দেশনা ও সহায়তার ক্ষেত্র প্রসারিত হয়।

ইউনেস্কোর বাংলাদেশ প্রধান সুসান ভাইজ জানান, বৃহস্পতিবার প্রকাশিতব্য এক প্রতিবেদনে আত্মনিয়ন্ত্রণ এবং গণমাধ্যমের দায়িত্বশীলতা নিয়ে সুপারিশ থাকবে, যা আন্তর্জাতিক মান অনুসারে তৈরি।

এদিকে, ইউনেস্কোর সিনিয়র প্রকল্প কর্মকর্তা মেহদি বেনচেলাহ জানান, প্রতিবেদনে সাংবাদিকদের পেশাগত কর্মপরিবেশ এবং বিশেষ করে নারী সাংবাদিকদের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে।

Nagad

তিনি বলেন, ‘এই সুপারিশগুলো শুধু বাংলাদেশের জন্য নয়, বরং বৈশ্বিক প্রেক্ষাপটেও প্রাসঙ্গিক ও কার্যকর হবে।’