ডেঙ্গুতে আরও ৩৫৮ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

দেশজুড়ে ডেঙ্গুর প্রভাব বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪৫ জনের, আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৪৫৬ জনে।

বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫০ জন। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ৩২ জন, ঢাকা বিভাগের বাইরে ৪৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৯ জন, খুলনা বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ২৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৯ শতাংশ নারী।

জনসাধারণকে সতর্ক করে স্বাস্থ্য বিভাগ বলেছে, বৃষ্টির মৌসুমে মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ে। তাই বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ করা এবং মশারি ব্যবহারের মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Nagad