ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়াতন্ত্র শেষ হয়নি: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘ছাত্র–জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলেও দেশের মাফিয়াতন্ত্র এখনো রয়ে গেছে। দেশের গঠন ও জনগণের মুক্তির জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে।’
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে জুলাই শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, ‘উত্তরাঞ্চল থেকে আমাদের ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়েছে। মানুষের অভাবনীয় সাড়া পাচ্ছি। খুব দ্রুত এই কর্মসূচি সারাদেশে ছড়িয়ে যাবে। উন্নয়ন শুধু ঢাকা কেন্দ্রিক হলে চলবে না, গোটা দেশকে নিয়েই ভাবতে হবে।’
এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং শহীদ সাজ্জাদ হোসেনের বাবা আলমগীর ইসলাম, যিনি দোয়ার আয়োজন করেন।
পরে নেতারা সৈয়দপুর বিহারী ক্যাম্প পরিদর্শন করেন এবং পাঁচমাথা মোড়ে গণসংযোগে অংশ নেন।
এরপর নীলফামারী জেলা শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত এক পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘পদযাত্রা কর্মসূচি ব্যাহত করতে ককটেল হামলা চালানো হচ্ছে। যারা এগুলো করছে, তারা গণঅভ্যুত্থানকে রুখে দিতে চায়। কিন্তু মানুষ আবারও রাজপথে নামবে—এবার কোনো ক্ষমা নেই।’
তিনি আরও বলেন, ‘মানুষের উৎসাহ দেখে আমরা উজ্জীবিত। হামলা-ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।’
পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘নতুন বাংলাদেশ মানে শুধু সরকার পরিবর্তন নয়—এর আগে চাই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন। সংবিধান সংস্কার ও প্রশাসনিক রূপান্তর ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়।’
তিনি বলেন, ‘বর্তমানে দেশে প্রচলিত সংবিধান ‘আওয়ামী বিধান’ হয়ে গেছে। প্রকৃত গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন ছাড়া কোনো পরিবর্তনই টেকসই হবে না।’
এনসিপির পদযাত্রা সৈয়দপুর পৌঁছালে রেলওয়ে অফিসার্স ক্লাবের সামনে নীলফামারী জেলা আহ্বায়ক মোহাম্মদ আবদুল মজিদ, তানজিমুল আলমসহ স্থানীয় নেতাকর্মীরা দলীয় প্রতিনিধিদের অভ্যর্থনা জানান।