‘বিগত বছরগুলোর সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের মাধ্যমে তদন্ত হবে’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংগৃহীত ছবি

গত ১৫ বছরের সাংবাদিকতা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৫ জুলাই) সকালে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত পর্যালোচনা ও মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশের সাংবাদিকরা বিগত সরকার আমলে সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিলো। এই নিয়ন্ত্রণ থেকে বের হয়ে আসার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এবং সরকার এতে ন্যূনতম হস্তক্ষেপ করছে না।’

তিনি জানান, কোনও এজেন্সি যাতে গণমাধ্যমকে ভয় দেখাতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রেস সচিব আরও জানান, সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করার প্রক্রিয়া চলছে। এতে করে পেশার মর্যাদা ও কর্মপরিবেশ আরও সুরক্ষিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় সাংবাদিকদের সংগঠন বিজেসির পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি ও প্রশ্ন উত্থাপন করা হয়।

Nagad

এর মধ্যে উল্লেখযোগ্য;
সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠন, সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, আলাদা বেতন কাঠামো প্রণয়ন।

গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট প্রকাশের চার মাস পেরিয়ে গেলেও অগ্রগতি না হওয়া নিয়ে প্রশ্ন সংগঠনের নেতারা বলেন, সাংবাদিকতা পেশাকে পেশাদার ও টেকসই করতে হলে এসব দাবির দ্রুত বাস্তবায়ন জরুরি।