আলোচনায় আগ্রহী হামাস, গাজায় আগামী সপ্তাহে যুদ্ধবিরতির আশা ট্রাম্পের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫

গাজায় চলমান সংঘাতের মধ্যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, তারা একটি যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে অবিলম্বে আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে। একইসঙ্গে হামাসের মিত্র সংগঠন ইসলামিক জিহাদও আলোচনায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে।

তবে তারা স্পষ্ট করে বলেছে, আলোচনা কেবল তখনই অর্থবহ হবে যদি একটি স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দেওয়া হয়। হামাস জানিয়েছে, এই অবস্থান তারা অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে পরামর্শের ভিত্তিতে নিয়েছে।

হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, তারা মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক জবাব জমা দিয়েছে এবং প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা শুরুর জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সংগঠনটি আরও জানিয়েছে, তারা ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চায়।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাসের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া “ভালো খবর”। তিনি সাংবাদিকদের জানান, ‘পরবর্তী সপ্তাহের মধ্যেই একটি যুদ্ধবিরতির চুক্তি সম্ভব হতে পারে।’

তবে তিনি এটিও স্বীকার করেন যে, এখনও পর্যন্ত আলোচনার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়নি তাকে।

ট্রাম্প আগেই জানিয়েছিলেন, গাজায় একটি ৬০ দিনের যুদ্ধবিরতি প্রয়োজনে বাড়ানো যেতে পারে।

Nagad

এরই মধ্যে জানা গেছে, আগামী সোমবার (৬ জুলাই) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। পর্যবেক্ষকরা মনে করছেন, তার সফরের আগেই শান্তি প্রক্রিয়ায় যে অগ্রগতি দেখা যাচ্ছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বিশ্লেষকদের মতে, দীর্ঘ ২১ মাস ধরে চলমান গাজা সংঘাতের টেকসই সমাধানে যুক্তরাষ্ট্রের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বাস্তব অগ্রগতি নির্ভর করবে সব পক্ষের আন্তরিকতা ও যুদ্ধবিরতির শর্তাবলি মেনে চলার প্রতিশ্রুতির ওপর।