হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু
পবিত্র আশুরা উপলক্ষে শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঢাকায় শুরু হয়েছে ঐতিহাসিক তাজিয়া মিছিল। রোববার (৬ জুলাই) সকাল ১০টার পর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে আনুষ্ঠানিকভাবে মিছিলটি শুরু হয়।
চার শতাব্দীর প্রাচীন এই ইমামবাড়ায় ভোর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো শিয়া মুসলিম জড়ো হন। কালো পোশাকে শোক প্রকাশ, কারবালার শহীদদের স্মরণে প্রতীকী আলাম, নিশান, ছুরি, বেস্তা এবং বইলালাম হাতে নিয়ে তারা মিছিলে অংশ নেন।


মিছিলে অংশগ্রহণকারীদের অনেকে কারবালার শোকগাথা স্মরণ করে বুক চাপড়ে শোক প্রকাশ করেন। শহরের বাতাস গমগম করে ওঠে—‘হায় হোসেন, হায় হোসেন’ শোকধ্বনিতে।
তাজিয়া মিছিলটি হোসেনি দালান থেকে শুরু হয়ে আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
মিছিলে অংশ নিতে আসা রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মহব্বত হোসেন বলেন, ‘এই দিনটি আমাদের জন্য গভীর বেদনার। ইমাম হোসেন (আ.) ও তার পরিবারকে কারবালার প্রান্তরে যে নির্মমভাবে শহীদ করা হয়েছিল, সেটি কখনো ভুলবার নয়। প্রতিবছর মিছিলে অংশ নিয়ে আমরা সেই আত্মত্যাগের সঙ্গে নিজেদের একাত্ম করি।’
তাজিয়া মিছিলকে কেন্দ্র করে হোসেনি দালান ও আশপাশের এলাকায় বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন রয়েছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, সোয়াট ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, মিছিল নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
হিজরি ৬১ সালের ১০ মহররম কারবালার প্রান্তরে ইয়াজিদের সেনাবাহিনীর হাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (আ.) ও তার পরিবারবর্গ শহীদ হন। সেই শোকাবহ স্মৃতিকে কেন্দ্র করেই প্রতিবছর শিয়া মুসলিমরা আশুরার দিন তাজিয়া মিছিল আয়োজন করে থাকেন।