সন্তান আছে প্রমাণ করলেই ২৫ লাখ টাকা পুরস্কার: তিশার চ্যালেঞ্জ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৫

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা দাবি করেছেন, তার সন্তান রয়েছে—এমন প্রমাণ দিতে পারলে তিনি ২৫ লাখ টাকা (২০ হাজার ডলার) পুরস্কার দেবেন। শনিবার (৫ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় এ ঘোষণা দেন তিনি।

সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তানজিন তিশা। সেখানে তিনি বলেন, ‘আমি মা হতে চাই।’ এই বক্তব্যের পরপরই সামাজিকমাধ্যমে শুরু হয় আলোচনা।

এরই মধ্যে সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুক প্রোফাইলে তিনটি ছবি প্রকাশ করে দাবি করেন, ‘তিশা মিডিয়ায় আসার আগেই একজন সন্তানের মা হয়েছেন। সেই সন্তান বর্তমানে ঢাকায় তার দাদির সঙ্গে থাকে। তিশার সাবেক স্বামী বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন।’

ছবিগুলোর ক্যাপশনে জাওয়াদ লেখেন, ‘সেলিব্রিটি হওয়ার পর কেউ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে?’ তিনি আরও বলেন, ‘এই ছবিগুলো তিশার মিডিয়ায় আসার আগের সময়কার।’

এই অভিযোগের জবাবে তানজিন তিশা নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘যদি কেউ প্রমাণ করতে পারে আমার সন্তান আছে, তাকে নগদ ২০ হাজার ডলার দেব। যারা আমার ভাগ্নে-ভাগ্নির ছবি নিয়ে মিথ্যা সংবাদ ছড়াচ্ছে, তারা এখন সুবর্ণ সুযোগ পেল। আমার যত লুকানো বাচ্চাকাচ্চা আছে, সবাইকে আমার কাছে এনে দিন, পুরস্কার পেয়ে যাবেন।’

এই ঘটনায় সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। অনেকে তানজিন তিশার বক্তব্যকে সমর্থন করছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে নানা কৌতুক ও মন্তব্য ছুড়ে দিচ্ছেন।

Nagad

তবে এ বিষয়ে এখনও তানজিন তিশা কিংবা সাংবাদিক জাওয়াদ নির্ঝরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানা যায়নি।