স্ত্রীসহ ওমরাহ করতে গেলেন মুমিনুল হক
ওয়ানডে আর টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় ক্রিকেট দলে নেই বাংলাদেশি বামহাতি ব্যাটসম্যান মুমিনুল হক। বাংলাদেশের সবশেষ টেস্টেও দলে ছিলেন না তিনি। কিন্তু মুমিনুলের ধ্যান-জ্ঞান সবকিছু টেস্টকে ঘিরেই।
আগামী তিন মাস জাতীয় দলের টেস্ট খেলা নেই। সেদিক থেকে হিসেব করলে এখন মুমিনুলের অবসর। তবে একদম হাত-পা গুটিয়ে বসে থাকারও সুযোগ নেই।
কারণ আগামী ১০ অক্টোবর থেকে জাতীয় লিগ (এনসিএল) শুরু হচ্ছে। তার মাসখানেক আগে মানে আগামী মাসের মাঝামাঝি ফিটনেস টেস্ট হবে। ক্যালেন্ডারের পাতা উল্টে হিসেব করলে এখনও তিন সপ্তাহ সময় আছে।
এই সময়ে ঘরে বসে না থেকে স্ত্রীকে নিয়ে ওমরাহ হজ্জ করতে গেলেন ব্যাটসম্যান মুমিনুল। তার ঘনিষ্ট সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ (২৫ আগস্ট) বৃহস্পতিবারই সস্ত্রীক সৌদি আরবের মক্কা রওয়ানা হয়েছেন জাতীয় দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
সারাদিন/২৫ আগস্ট/এমবি