নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিপক্ষে ভোট দিলো ভারত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছে ভারত।

বুধবার (২৪ আগস্ট) ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা পরিষদে এক বৈঠকে মস্কোর প্রস্তাবের বিরুদ্ধে মত দেয় দক্ষিণ এশীয় দেশটি।

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এতদিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিপক্ষে মত দেওয়া থেকে বিরত ছিল নয়াদিল্লি, যা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোকে ক্ষুব্ধ করেছে।

ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর অর্থনৈতিকসহ বিভিন্ন ধরনের অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা। তাদের ইচ্ছা, ভারতের মতো মিত্র দেশগুলোও একই পথ অনুসরণ করুক।

ভারত বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। এই পদে তাদের দুই বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। দেশটি বহুদিন ধরেই পরিষদের স্থায়ী সদস্য হওয়ার চেষ্টা করছে।

Nagad

বুধবার (২৪ আগস্ট) ইউক্রেনের ৩১তম স্বাধীনতা বার্ষিকীতে রাশিয়ার সাথে যুদ্ধের ছয় মাসপূর্তি পর্যালোচনায় বিশেষ বৈঠক ডেকেছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)।

সারাদিন/২৫ আগস্ট/এমবি