আশুলিয়ায় মধ্যরাতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
সাভারের আশুলিয়ায় একটি মোটরসাইকেল আরোহী ডাকাতদের কবলে পড়াকে কেন্দ্র করে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী।
শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ডাকাতি ও ছিনতাইয়ের প্রতিবাদে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নবীনগর-চন্দ্রা্রা মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১ টার দিকে এক রিক্সাচালক ও বাইক চালককে জিম্মি করে টাকা হাতিয়ে নেয় ডাকাতরা।
ডাকাতির ঘটনায় সন্দেহে একজনকে মারধর করে আটকিয়ে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।
ঘটনা স্থলে আশুলিয়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ এসে সড়কে যানচলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা করে যাচ্ছে।