শ্রীলঙ্কাকে উড়িয়ে হেসেখেলে জিতলো আফগানিস্তান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২২

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তান অধিনায়ক ব্যাট করার আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কাকে। ব্যাট করতে নেমে মাত্র ১০৫ রান তুলতে পেরেছে লঙ্কানরা। শেষ করতে পারেনি কুড়ি ওভারও। প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। ফজল হক ফারুকির ওভারের পঞ্চম বলে ওপেনার কুশল মেন্ডিস (২) এলবিডব্লু হলে রিভিউতে জিতে যান ফারুকি। ১০৫ রান করা লঙ্কানবাহিনীর জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় আফগানিস্তান। শেষ পর্যন্ত ১০ ওভার ১ বলে ১০৬ রান করে তারা।

রহমানুল্লাহ গুরবাজ দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন। মাত্র ১৮ বলে এ রান করেন তিনি। তার এই ইনিংসে চারটি ছক্কা ও তিনটি চারের মার রয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন হযরতুল্লাহ জাজাই।

শনিবার (২৭ আগস্ট) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়।

এশিয়া কাপের উদ্বোধনী এ ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানায় আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। টসে হেরে প্রথমে ব্যাট করতে মাত্র ৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত সেই চাপ থেকে আর বেরিয়ে আসতে পারেনি লঙ্কানরা।

শ্রীলঙ্কা একাদশ:

দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আশলঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, দিলশান মুধশাঙ্কা, মাশিশা পাথিরানা।

Nagad

আফগানিস্তান একাদশ:

হযরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, করিম জানাত, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, নাভিন-উল হক, মুজিব-উর রহমান, ফজল হক ফারুকি।