‘আজ বুঝতে পারলাম এতদিন যা করেছি ভুল করেছি’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২২

ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিল যা কিছু করেন না কেন সবকিছুতেই থাকেন আলোচনায়। ছবি কিংবা অনুদান, অথবা সাহায্য সহযোগিতা- পজিটিভলি যা কিছুই তিনি করুক না কেন আলোচনা-সমালোচনা হবেই। অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ, তর ডান্স, ছোট ছোট ইংলিশ উচ্চারণ সহ বিভিন্ন বিষয়ে ইউটিউব, সোশ্যাল মিডিয়া সরব থাকে।

সর্বশেষ আলোচনায় আসে গত কোরবানির ঈদে মুক্তি পায় ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন: দ্য ডে’ নিয়ে। এর বাজেট ইস্যু সহ অন্যান্য বিষয় নিয়ে এত টাইট সমালোচনা হয়েছে, তা দেখে, শুনে খুবই মনঃক্ষুণ হয়েছে এই ব্যবসায়ী ও অভিনেতা অনন্ত জলিলের।

শনিবার (২৭ আগস্ট) নিজের ফেসবুক পেজ থকে লাইভে এসে নিজের এই কস্টের কথা জানান এই নায়ক। তার দিন দিন দ্যা ডে-সিনেমার বাজেট নিয়ে নিজের ব্যাখ্যা তুলে ধরার পাশাপাশি এই সময়টায় তার পাশে না দাঁড়ানোয় এবং তার সমালোচনা করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এই অভিনেতা বলেন, ‘অনন্ত জলিল মানেই কে কতটুকু আলোচনা সমালোচনা করতে পারেন সেটা নিয়ে আপনাদের কম্পিটিশন লেগে গিয়েছে। আমাদের দেশের জন্য আমি এত কিছু করার কারণটাই বা কেন? যে কোনো জায়গায় দুর্যোগ হলেই অনন্ত জলিল ঝাঁপিয়ে পড়ে। একটা গরিব মানুষ হলে অনন্ত জলিল ঝাঁপিয়ে পড়বে। মানুষের সহযোগিতায় ঝাঁপিয়ে পড়বে। আসলে সত্যিকারে আমার জন্য কে ঝাঁপিয়ে পড়লো।’
অনন্ত জলিলকে আপনারা মেরে ফেলেছেন,

তার জন্য কেউ আন্দোলন করেনি জানিয়ে অনন্ত বলেন, ‘আমি একটা ফ্যান ক্লাব করেছি, যাদেরকে একটা ঈদের সময় ২৫ লাখ টাকা দিয়েছি। তারা কী আমার জন্য কোনো আন্দোলন করেন কিনা? কিছুদিন আগে সিলেটে ৩০ লাখ টাকা দিয়ে সাহায্য করেছি। দেখেছি যে আমার জন্য তারা আন্দোলন করেন কিনা? ঢাকা ভার্সিতে বন্যার্তদের জন্য আমি ৫ লাখ টাকা সাহায্য করেছি। দেখেছি যে তারা আন্দোলন করে কিনা।’

এই চিত্রনায়কের ভাষায়, ‘সুতরাং আপনারা আমাকে মুভি স্টারই বানিয়ে দিলেন। অনন্ত জলিল যে একজন ভালো মানুষ ছিল, আজ থেকে আমাকে বোধহয় আমার পরিবর্তন করতে হবে।’

Nagad

তিনি আরও যোগ করেন, ‘আমার কাছে সবসময় এখন মনে হয় আমি বোধহয় ভুল কাজ করছি। এই যে প্রতিটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। যে যেভাবে আসুক আমার কাছে। আমার মনে হয় এটা আমার ভুল হচ্ছে। সেই সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, রাজশাহী কোন জেলায় না আমি ছুটে যাইনি মানুষের জন্য, মানুষের সাহায্য করার জন্য।’

অনন্তর কথায়, ‘আজ বুঝতে পারলাম এতদিন আমি যা করেছি ভুল করেছি। আপনারা আমাকে বদলে দিয়েছেন। এখন অন্যান্য সেলিব্রিটির মতন আমিও থাকার চেষ্টা করব। অনন্ত জলিলকে আপনারা মেরে ফেলছেন।