ভারত-পাকিস্তানের মহাযুদ্ধ রাতে
এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের ১৫তম আসর গতকাল সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে। এবারের আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে আজ (২৮ আগস্ট) রোববার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
প্রতিবারই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে থাকে বাড়তি উন্মাদনা। এবারও এর ব্যতিক্রম নয়। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার রাত ৮টায় মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।


টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত নয়বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। সেখানে সাতবারই জিতেছে ভারত। দুইবার জয় পায় পাকিস্তান। আর এশিয়া কাপের মঞ্চে মোট ১৫ বার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। তাতেও জয়ের পাল্লা ভারি ভারতেরই। আটবার জিতেছে ভারত, পাকিস্তানের জয় পাঁচবার।
দুইটি ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশি বেসরকারি টিভি চ্যানেল জিটিভি এবং নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি। এর পাশাপাশি ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টস ওয়ানেও খেলাটি দেখা যাবে। ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও আজ টিভিতে অন্যান্য যেসব খেলা দেখবেন সেটি নিচে দেওয়া হলো।
ক্রিকেট
এশিয়া কাপ: ভারত-পাকিস্তান
রাত ৮টা;
সরাসরি, নাগরিক টিভি, জিটিভি এবং স্টার স্পোর্টস ওয়ান।
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ: নটিংহ্যাম-টটেনহ্যাম
রাত ৯-৩০ মিনিট; সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।
লা লিগা: বার্সেলোনা-ভায়াদোলিদ
রাত ১১-৩০ মিনিট; সরাসরি, এমটিভি।
এস্পানিওল-রিয়াল মাদ্রিদ:
রাত ২টা; সরাসরি, এমটিভি।
সারাদিন/২৮ আগস্ট/এমবি