‘বিউটি সার্কাস’ মুক্তি পাচ্ছে সেপ্টেম্বরে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২২

জয়া আহসান অভিনীত সিনেমা ‘বিউটি সার্কাস’ আগামী সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে ‍“কবে আসছে বিউটি সার্কাস? জাতির বিবেকের কাছে প্রশ্ন!” শিরোনামে সিনেমাটির প্রচার শুরু করেছে সংশ্লিষ্টরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ‘বিউটি সার্কাস’ সিনেমাটি ২৩ সেপ্টেম্বর মুক্তির জন্য তারিখ বরাদ্দ নিয়েছে। অর্থাৎ সব কিছু ঠিক থাকলে সিনেমাটি আগামী সেপ্টেম্বরের ২৩ তারিখ মুক্তি পাবে। এরই মধ্যে সকল প্রস্তুতি সেরে ফেলেছে সহ প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

এ প্রসঙ্গে সিনেমাটির নির্মাতা মাহমুদ দিদার গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে সেপ্টেম্বরের চতুর্থ সাপ্তাহে ‘বিউটি সার্কাস’ সিনেমাটির মুক্তি চিন্তা করেছি আমরা। সেইভাবে সব প্রস্তুতি নিচ্ছি। আগামী কয়েকদিনের মধ্যে আমার মুক্তির তারিখ জানাতে পারব। ২৩ তারিখ এখনও নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, “এটি একটি বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র। বাংলাদেশের আবহমান সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ সার্কাস শিল্পকে ঘিরে এক নারীর রোমানঞ্চকর লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্রটি নানা চড়াই-উতরাই পেরিয়ে মুক্তির মিছিলে এসে দাঁড়িয়েছে।”

২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় বিউটি সার্কাসের শুটিং। ২০০ জনের নির্মাণসঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে চিত্রধারণের কাজ করেন নির্মাতা। এজন্য নির্মাতা বিশাল সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রাম্যমেলার আয়োজন করেন।

চলচ্চিত্রটিতে জয়া আহসানের বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ ও এ বি এম সুমনকে। এতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত মনিসা অর্চি প্রমুখ।

Nagad

সারাদিন/২৮ আগস্ট/এমবি