স্থগিত হওয়া ঝিনাইদহ পৌরসভার ভোট ১১ সেপ্টেম্বর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২২

স্থগিত হওয়া ঝিনাইদহ পৌরসভায় আগামী ১১ সেপ্টেম্বর (রোববার) ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হবে বলে জানিয়েছে ইসি।

রোববার (০৪ সেপ্টেম্বর) ইসির উপসচিব মো: আতিয়ার রহমান এই তথ্য জানান।

ইসি উপসচিব জানান, হাইকোর্টের আদেশ পাওয়ার পর আগামী ১১ সেপ্টেম্বর ঝিনাইদহ পৌরসভার ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে আইনি জটিলতার কারণে ঝিনাইদহ পৌরসভা নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। ঝিনাইদহ পৌরসভার সাধারণ নির্বাচনের ব্যাপারে হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় এই সিদ্ধান্ত নিয়েছিল ইসি।

গত ১৫ জুন ঝিনাইদহ পৌরসভা নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আইনি জটিলতার কারণে হাইকোর্ট এক আদেশে এক মাসের জন্য নির্বাচন স্থগিত করেছিলেন।

সারাদিন/০৪ সেপ্টেম্বর/এমবি

Nagad