চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২২

সংগ্রহীত

কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও বহু কালজয়ী গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার রোববার (০৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গাজী মাজহারুল আনোয়ারের পুত্রবধূ শাহানা মির্জা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অসুস্থ অবস্থায় রোববার (০৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তার পরীক্ষা করে বলেন, তার পালস পাওয়া যাচ্ছে না। এর কিছুক্ষণ পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

গাজী মাজহারুলের ছেলে সরফরাজ আনোয়ার উপল গণমাধ্যমকে জানান, আগামীকাল (০৫ সেপ্টেম্বর) সোমবার সকাল সাড়ে ১১টায় গাজী মাজহারুল আনোয়ারের লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে তাকে রাষ্ট্রীয় শ্রদ্ধা ‘গার্ড অব অনার’ দেওয়া হবে। সেই সাথে সংস্কৃতি অঙ্গন ও সাধারণ মানুষেরা শ্রদ্ধা নিবেদন করবেন।

এরপর তার লাশ নেওয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। সেখানে বাদ জোহর অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা। আর বাদ আসর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তার মা খোদেজা বেগমের কবরে তাকে সমাহিত করা হবে।

কিংবদন্তি এই গীতিকবির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে। সকাল থেকেই ফেসবুকে শোকাবহ বার্তা দিয়ে শোক প্রকাশ করছেন শোবিজের তারকাশিল্পী থেকে শুরু করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

চিত্রনায়ক ওমর সানী ফেসবুকে লিখেছেন, “আমার বাবা আর শ্বশুর ইন্তেকালের পর আমি একজনকে বাবা বলে ডাকতাম, শ্বশুর বলে ডাকতাম; বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় নক্ষত্র, একজন বাংলাদেশ, গাজী মাজহারুল আনোয়ার ইন্তেকাল করেছেন।”

Nagad

চিত্রনায়ক অনন্ত জলিল লিখেছেন, “পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অনেক কালজয়ী গানের স্রষ্টা গাজী মাজহারুল আনোয়ার। এই র্কীতিমান মহান মানুষটির প্রয়াণে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”

নন্দিত কণ্ঠশিল্পী কনকচাঁপা লিখেছেন, “আমাদের পরম শ্রদ্ধেয় গীতিকবি, চলচ্চিত্র পরিচালক, সাংস্কৃতিক জগতের মহীরুহ গাজী মাজহারুল আনোয়ার আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আত্মার মাগফিরাত কামনা করি।”

সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ লিখেছেন, “বাংলা গানের কালপুরুষ গাজী মাজহারুল আনোয়ার আর আমাদের মাঝে নেই। এই কিংবদন্তির প্রয়াণে আমরা স্তব্ধ এবং গভীরভাবে শোকাহত। স্রষ্টা যেন শোক সন্তপ্ত পরিবার ও স্বজনদের এই শোক সইবার শক্তি দেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।”

চিত্রনায়ক কাজী মারুফ লিখেছেন, “গাজী মাজহারুল আনোয়ার সাহেব নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ফিল্ম জীবনের একজন অভিভাবক, আমার বাবা কাজী হায়াতের একজন ভাই ও বন্ধু নেই, ওনাকে আল্লাহ বেহেশত নসিব করুন। দোয়া করবেন আপনারা সবাই।”

চিত্রনায়ক নিরব লিখেছেন, “দেশ বরেন্য কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার কিছুক্ষন আগে মৃত্যুবরণ করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ গাজী চাচার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।”

কণ্ঠশিল্পী আঁখি আলমগীর লিখেছেন, “গাজী মাজহারুল আনোয়ার আংকেল আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এমন গুণীর মৃত্যু হয় না, চোখের আড়ালে চলে যান শুধু। আংকেলের আত্মার মাগফেরাত কামনা করি। আমি ভাষাহীন। আল্লাহ তার পরিবারকে এই শোক সইবার ক্ষমতা দিন।”

সংগীত পরিচালক ইমন সাহা লিখেছেন, “গাজী মাজহারুল আনোয়ার কাকু চলে গেলেন না ফেরার দেশে। তোমার সঙ্গে এভাবে আর বসা হবেনা কাকু। ঈশ্বর তোমার আত্মার মঙ্গল করুক।”

সারাদিন/০৪ সেপ্টেম্বর/এমবি