পাঁচ ফিলিস্তিনির মৃত্যুদণ্ড কার্যকর করলো হামাস

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২২

সংগ্রহীত

ফাঁসিতে ঝুলিয়ে পাঁচ ফিলিস্তিনির মৃত্যুদণ্ড কার্যকর করেছে গাজা উপত্যকা শাসনকারী ইসলামপন্থী সংগঠন হামাস। এদের মধ্যে দুজন ২০০৯ ও ২০১৫ সালে ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত হন।

রোববার (০৪ সেপ্টেম্বর) এক ঘোষণায় তারা এই কথা জানিয়েছে। লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

২০১৭ সালের পর গাজায় আবারও মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটল। হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মৃত্যুদণ্ডের শাস্তি ভোগ করাদের নাম প্রকাশ করেনি।

হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, এদের মধ্যে ইসরাইলকে সহায়তাকরী দুইজন রয়েছে। বাকী তিনজনকে অপরাধমূলক কাজের জন্যে মৃত্যুদণ্ড দেয়া হয়।

হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, সকল আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রায়গুলো চূড়ান্ত ছিল, যার বাস্তবায়ন বাধ্যতামূলক ছিল। দোষী সাব্যস্ত সবাইকে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ অধিকার প্রদান করা হয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় বা দেশটির গোয়েন্দা সংস্থা এনিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

Nagad

সারাদিন/০৪ সেপ্টেম্বর/এমবি