আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
এলপিজির দাম বাড়ল, ১২ কেজির সিলিন্ডার এখন ১২৩৫
দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এবার বেড়েছে। এখন ১২ কেজির সিলিন্ডারের এলপিজি কিনতে ১ হাজার ২৩৫ টাকা লাগবে। এত দিন এ জন্য দিতে হচ্ছিল ১ হাজার ২১৯ টাকা। সে হিসাবে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ১৬ টাকা। আজ বুধবার বেলা ১টা থেকে এ দাম কার্যকর হবে। এর আগের মাসে ১২ কেজিতে ৩৫ টাকা কমেছিল।আজ বুধবার সকালে এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম জুমে নতুন এ দামের ঘোষণা করেছেন বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ ব ম ফারুক।গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে। আ ব ম ফারুক বলেন, সরকারের বিভিন্ন প্রশাসনিক কাঠামোর মাধ্যমে কমিশন নিয়মিত বাজার তদারক করছে। ভোক্তারা সহনীয় দামে এলপিজি পাচ্ছেন বলেই কমিশন মনে করে। আমদানির ক্ষেত্রে ডলারের বিনিময় হার ১০৪ টাকা ধরে মূল্য সমন্বয় করা হয়েছে বলেও জানান তিনি। সূত্র: প্রথম আলো
দিল্লিতে শীর্ষ বৈঠক
তেলের আশ্বাস, নিত্যপণ্যও বাধাহীন
► রোহিঙ্গা প্রত্যাবাসনে পূর্ণ সহযোগিতা দেবে ভারত
► সেপা নিয়ে আলোচনা শুরুর ঘোষণা
► তিস্তা এখনো আশ্বাসের পর্যায়ে, এবার অর্জন কুশিয়ারা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
► গত সপ্তাহে প্রতিরক্ষা চুক্তি হয়েছে : ভারতের পররাষ্ট্রসচিব
বাংলাদেশে জ্বালানি তেল, পেঁয়াজ, চাল ও গমের মতো অত্যাবশ্যক পণ্য নিরবচ্ছিন্নভাবে সরবরাহের আশ্বাস দিয়েছে ভারত। তারা রোহিঙ্গা প্রত্যাবাসনেও সহযোগিতা করবে বলে জানিয়েছে।গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত শীর্ষ বৈঠকের পর ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কাত্রা এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দুই দেশের বৈঠকের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ভারতের পররাষ্ট্রসচিব।তিনি বলেন, ‘রোহিঙ্গা প্রসঙ্গটি বাংলাদেশের প্রধানমন্ত্রী উত্থাপন করেছিলেন। আমরা স্বীকার করি, বাংলাদেশ যেভাবে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, সেটা গোটা বিশ্বে প্রশংসিত হচ্ছে। আমরাও তার প্রশংসা করি। ’ সূত্র: কালের কণ্ঠ
ভোক্তা অধিদপ্তরের পর্যবেক্ষণ
একই মানের চাল প্যাকেটজাত করে নেওয়া হচ্ছে বাড়তি দাম
একই মানের চাল শুধু প্যাকেটজাত করেই খোলা বাজারের চেয়ে ৩০ শতাংশেরও বেশি দাম নেওয়া হচ্ছে। এর মাধ্যমে ভোক্তাদের ঠকিয়ে বাড়তি মুনাফা করছে সুপারশপসহ এ ধরনের প্যাকেটজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে প্যাকেটজাত চালের বেশি দামের নেতিবাচক প্রভাব পড়ছে খোলা বাজারে। এতে বেড়ে যাচ্ছে চালের দাম। একইভাবে চিনি, লবণসহ অন্যান্য পণ্যের ক্ষেত্রেও প্যাকেটজাত করে বাড়তি মুনাফা করছেন ব্যবসায়ীরা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক পর্যবেক্ষণে খোলা ও প্যাকেটজাত পণ্যের দামের এই ফারাক উঠে এসেছে। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে অধিদপ্তরে বিভিন্ন কোম্পানির সুপারশপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় দামের পার্থক্যের চিত্র তুলে ধরেন সংস্থাটির মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। তিনি বলেন, চালসহ নিত্যপণ্যের খোলা ও প্যাকেটজাত অবস্থায় দামের অসংগতি দূর করতে উদ্যোগ নেওয়া হবে।অধিদপ্তরের পর্যবেক্ষণে দেখা গেছে, বাজারে প্রতি কেজি মিনিকেট চাল খোলা অবস্থায় গড়ে ৬৮ টাকা দরে বিক্রি হচ্ছে। সূত্র: সমকাল
বাংলাদেশকে ঘিরে বড় পরিকল্পনা করছে আদানি গ্রুপ
বিনিয়োগের জন্য বাংলাদেশকে সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে দেখছে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রুপ। ভারতীয় কনগ্লোমারেটগুলোর মধ্যে এ মুহূর্তে আদানি গ্রুপেরই বাংলাদেশকেন্দ্রিক বিনিয়োগ সবচেয়ে বেশি। বিদ্যুৎ ও জ্বালানি, ভোজ্যতেল, বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ নানা খাতে বিনিয়োগ রয়েছে প্রতিষ্ঠানটির। বিদ্যমান বিনিয়োগের পাশাপাশি নতুন নতুন সম্ভাবনাও অনুসন্ধান করছে গ্রুপটি। আগ্রহ দেখিয়েছে খাদ্য, বন্দর অবকাঠামোসহ আরো নানা খাতে বিনিয়োগ সম্প্রসারণের। সব মিলিয়ে এ মুহূর্তে বাংলাদেশকে ঘিরে বড় আকারে পরিকল্পনা সাজাচ্ছে আদানি গ্রুপ। এরই মধ্যে ভারতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন গৌতম আদানি। প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনায় বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের বিষয়গুলো উঠে আসে। সংশ্লিষ্ট সূত্র বণিক বার্তাকে জানিয়েছে, জ্বালানি ও অবকাঠামো খাতে এরই মধ্যে চলমান অন্য বিনিয়োগগুলো পরিকল্পনা অনুযায়ী ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়গুলোয় একে অন্যের সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বিদ্যুৎ, পরিবহন, লজিস্টিকস, বন্দর, এয়ারপোর্ট, রেল, ভোজ্যতেল, আবাসন, আর্থিক খাতসহ বিভিন্ন খাতের ব্যবসায় যুক্ত রয়েছে আদানি গ্রুপ। গতকালের তথ্যানুযায়ী গ্রুপটির বাজার মূলধন ২৫ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছেন গৌতম আদানি। সূত্র: বণিক বার্তা।
জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার না করার আহ্বান ৩৯ বিশিষ্ট নাগরিকের
আগামী জাতীয় নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্য নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্তকে অযৌক্তিক হিসেবে আখ্যা দিয়ে এর ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন দেশের ৩৯ জন বিশিষ্ট নাগরিক। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই আহ্বান জানান। এছাড়া বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যে ইভিএম কেনায় বিপুল ব্যয় করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।ব্যারিস্টার আমীর-উল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান ও আকবর আলি খান, বিচারপতি মো. আবদুল মতিন, আহসান এইচ মনসুর এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত এই গ্রুপটি মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানায়।ইভিএম ব্যবহারে কমিশনের পদক্ষেপকে অযৌক্তিক বলে অভিহিত করে তারা। তাছাড়া, চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে এই ইলেকট্রনিক ডিভাইস আমদানি করতে বৈদেশিক মুদ্রায় প্রায় ৪৫০ মিলিয়ন ডলার ব্যয় করার বিষয়টিও প্রশ্নবিদ্ধ করা হয়। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
সম্পর্ক এগোবে কদমে কদমে
সাত চুক্তি সই, অর্থনৈতিক অংশীদারি চুক্তি স্বাক্ষর প্রস্তুতির ঘোষণা
সম্পর্ক উন্নয়নে আরেক ধাপ এগোল বাংলাদেশ ও ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে নতুন সাতটি চুক্তি করেছে প্রতিবেশী দুই দেশ। অঙ্গীকার এসেছে অর্থনৈতিক অংশীদারি চুক্তি স্বাক্ষরের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিপদে সব সময় বাংলাদেশের পাশে থাকা ভারতের সঙ্গে সম্পর্ক অটুট থাকবে। আর নরেন্দ্র মোদি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের স্থিতিশীল, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশরে রূপকল্প বাস্তবায়নে ভারত-বাংলাদেশ কদমে কদমে (পায়ে পা মিলিয়ে) চলবে। চার দিনের সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গতকাল সকালে রাষ্ট্রীয় অভ্যর্থনা জানায় ভারত। রাষ্ট্রপতি ভবনে তাঁকে গার্ড অব অনারও প্রদান করা হয়। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। যথাযথ আন্তরিকতা ও সম্মানের সঙ্গে শেখ হাসিনাকে এ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানান। এরপর শুরু হয় উপমহাদেশের দুই শীর্ষ নেতার সিরিজ বৈঠক। সূত্র: বিডি প্রতিদিন।
সাড়ে ৮ কোটি টাকার অপরাধ, ৯ লাখে দফারফা
একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৭ কোটি ৩৫ লাখ টাকার কম প্রিমিয়াম নিয়েছে বিমা কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। এর বিপরীতে মূল্য সংযোজন কর বা ভ্যাট কম দেয়া হয়েছে ১ কোটি ১০ লাখ টাকা।
এই অনিয়ম মাত্র ৯ লাখ টাকা জরিমানা করে বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এই অনিয়মের ঘটনায় আইডিআরএর বিশেষ তদন্ত কমিটি অনাদায়ি প্রিমিয়াম ও ভ্যাট প্রগতি ইন্স্যুরেন্স থেকে আদায় করার সুপারিশ করেছিল। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, বিমা কোম্পানিটি ভ্যাটসহ মোট প্রিমিয়াম কম নিয়েছে ৮ কোটি ৪৫ লাখ টাকা।গত বছরের শুরুর দিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের বিরুদ্ধে মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকির অভিযোগ পায়। পরে আইডিআরএকে দুই দফায় (গত বছরের এপ্রিল ও জুনে) চিঠি দিয়ে বিষয়টি তদন্তের অনুরোধ করে ভ্যাট গোয়েন্দা। সূত্র: দৈনিক বাংলা।
‘হ্যারা আমার টেকাগুলান খায়া দিল’
কখনও কলমি শাক বেঁচে, কখনও কাপড়ের গাট্টি মাথায় ঘুরে ঘুরে ফেরি করে এক লাখ টাকা জমিয়েছিলেন। ইচ্ছা ছিল ছেলেকে একটা ব্যবসা গড়ে দেবেন। গত বছরের ফেব্রুয়ারিতে ছেলের নামেই আহমেদীয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স এমসিএস লিমিটেডে এক লাখ টাকার আমানত রাখেন নাজমা বেগম। অথচ এখন পর্যন্ত একটি টাকাও পাননি।অশ্রুসজল কণ্ঠে শ্রমজীবী এই নারী বলেন, “সংসার চালাইছি, পোলাপাইন বড় করছি। সব কইরা কতো কষ্টে যে ট্যাকা কয়ডা জমাইছি। হ্যারা আমার এই টেকাগুলান খায়া দিল।” বাসাবাড়িতে কাজ করে দুই দফায় চার লাখ টাকা আহমেদীয়া ফাইন্যান্সে আমানত রেখেছিলেন শাহীদা বেগম। সূত্র: বিডি নিউজ
জ্বালানি-পরিবহন খাতে ভারতীয় শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান
ভারতীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে অবকাঠামো প্রকল্প, উৎপাদন, জ্বালানি ও পরিবহন খাতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (০৭ সেপ্টেম্বর) নয়াদিল্লির হোটেল আইটিসি মৌরিয়াতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারতীয় বিনিয়োগকারী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সময় ও খরচ কমিয়ে ‘বাই-ব্যাক’ (Buy-Back) ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শিল্প স্থাপন করতে পারে।খ হাসিনা জানান, ২০২১-২২ অর্থ বছরে বাংলাদেশে মোট বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে ১৩৭০ দশমিক ৩৬ মিলিয়ন মার্কিন ডলার। যেখানে ভারত থেকে এসেছে মাত্র ১৫ দশমিক ৭৫১ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ১ দশমিক ১৫ শতাংশ। সূত্র: বাংলানিউজ
অক্টোবরে কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
কর্ণফুলী বঙ্গবন্ধু টানেলের দুইটি টিউবের একটি অক্টোবরে আরেকটি নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মেট্রোরেলের উত্তরা থেকে আগাঁরগাও অংশ উদ্বোধন করা হবে এ ডিসেম্বরে। আর আগামী বছরের ডিসেম্বরের আগেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের নির্মাণকাজ শেষ হবে। কর্ণফুলী টানেলের দুইটি টিউব, এর মধ্যে একটি অক্টোবরে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন আরেকটি উদ্বোধন করবেন নভেম্বরে। এ বছরেই আমাদের কর্ণফুলী টানেলের মতো মেগা প্রকল্প উদ্বোধন করা হবে। বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাজ শেষ করেছি। আমার হাতে এখন ৮৭টি ছোট বড় সেতু উদ্বোধনের জন্য অপেক্ষায় আছে। বিশ্বের বহু জায়গায় সীমান্ত সড়ক আছে, আমাদের সীমান্তে ৩০০ কিলোমিটার সড়কের কাজ সেনাবাহিনী শুরু করেছে। পাহাড়ের কাজ ঝুঁকিপূর্ণ। পাহাড়ে একটা বিশাল পরিবর্তন এসেছে, সেজন্য সেখানকার পণ্য দ্রুত শহরে চলে আসতে পারছে।বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’- এ সেতুমন্ত্রী এ কথা জানান। সংগঠনের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে সংলাপের উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।