আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২

স্টারবাকসে ভারতীয় বংশোদ্ভূত নতুন সিইওর বেতন কত

বিশ্বের বৃহত্তম কফি চেইন স্টারবাকস সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত লক্ষ্মণ নরসিমহানকে বহুজাতিক কোম্পানিটির পরবর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ঘোষণা করেছে। এখন ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে জানিয়েছে, কোম্পানিটি তাঁকে মোটা অঙ্কের বেতন দেবে। খবরে বলা হয়, লক্ষ্মণ যদি তাঁর লক্ষ্য পূরণ করতে পারেন, তাহলে স্টারবাকস থেকে তিনি বার্ষিক প্রায় ১ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার বেতন পাবেন। ভারতীয় মুদ্রায় তা প্রায় ১৪০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১৬৭ কোটি টাকা।লক্ষ্মণ তাঁর পূর্ববর্তী কর্মস্থল বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজারে বার্ষিক ৫৫ কোটি রুপির সমান বেতন পেতেন। অর্থাৎ, নতুন কর্মস্থলে তিনি বার্ষিক প্রায় তিন গুণ বেশি বেতন পাবেন। সূত্র: প্রথম আলো

ব্রিটেনকে এগিয়ে নেওয়ার এখনই সময় : ট্রাস

প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম ভাষণে লিজ ট্রাস বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও কভিডের কারণে সৃষ্ট বৈশ্বিক সমস্যার মুখোমুখি আমরা। ব্রিটেনকে দমিয়ে রাখা ইস্যুগুলো মোকাবেলা করার এখনই সময়। ’
স্থানীয় সময় গতকাল বিকেলে ১০ ডাউনিং স্ট্রিটে এ কথা বলেন ট্রাস। দেশের অর্থনীতি নিয়ে সাহসী পরিকল্পনা আছে বলেও জানান নতুন প্রধানমন্ত্রী।বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছুটা পরে বক্তব্য দেওয়া শুরু করেন ট্রাস। স্কটল্যান্ড গিয়ে সেখানের আবহাওয়া নিয়ে এসেছেন ট্রাস—এমন কৌতুকও করে বসে ব্রিটিশ সংবাদমাধ্যম। তবে বক্তব্যে যুক্তরাজ্যের মানুষকে ঝলমলে রোদের স্বপ্ন দেখিয়েছেন তিনি। সূত্র: কালেল কণ্ঠ

পাকিস্তানে বন্যায় বৃহত্তম হ্রদ উপচে পড়ার আশঙ্কা

পাকিস্তানের চলমান বন্যায় দেশটির বৃহত্তম হ্রদের পানি পাড় ছাপিয়ে উপচে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতি ঠেকাতে দেশটির কর্তৃপক্ষ প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দেশের ৩ কোটি ৩০ লাখ লোক বন্যার কবলে পড়েছে এবং এ পর্যন্ত ৪৫৮ শিশুসহ ১৩১৪ জনের মৃত্যু হয়েছে।বন্যায় অন্তত ১০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক এক হিসাবে ধারণা পাওয়া গেছে। কয়েকদিনের রেকর্ড পরিমাণ বৃষ্টিতে দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের মানছার হ্রদের পানি বিপজ্জনক উচ্চতায় উঠে যায়। ডন। সূত্র: সমকাল

Nagad

করোনা-পরবর্তী প্রথম বিদেশ সফরে কাজাখস্তান যাচ্ছেন শি জিনপিং

কভিড-১৯ মহামারী শুরুর পর প্রথম বিদেশ সফরে কাজাখস্তান যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী সপ্তাহে একটি রাষ্ট্রীয় সফরে তিনি দেশটিতে যাবেন। আড়াই বছরেরও বেশি সময়ের পর তিনি চীনের বাইরে পা রাখবেন। খবর দ্য স্ট্রেইটস টাইমস।কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আইবেক স্মাদিয়ারভের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, শি জিনপিং ১৪ সেপ্টেম্বর মধ্য কাজাখস্তান সফরের জন্য আমন্ত্রণ গ্রহণ করেছেন। সফরকালে দুই নেতা বিভিন্ন চুক্তিতে সই করবেন। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।২০২০ সালের জানুয়ারির পর থেকে শি জিনপিং বিদেশ ভ্রমণ করেননি। যদিও তিনি জুলাইয়ে হংকংয়ে একটি সংক্ষিপ্ত সফর করেছিলেন। এদিকে গত মাসে চীনের মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর করায় ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়। কারণ তাইওয়ানকে চীন তার ভূখণ্ডের অংশ বলে মনে করে। এজন্য চীন তাইওয়ানের বিষয়ে কূটনৈতিক সমর্থন পাওয়ার চেষ্টা করেছে। সে প্রেক্ষিতে এ সফর করছেন বলে মনে করা হচ্ছে। সূত্র: বণিক বার্তা।

লিজ ট্রস, সবচেয়ে ফ্যাশনদুরস্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী!

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ৪৭ বছর বয়সী মেরি এলিজাবেথ ট্রাস; সংক্ষেপে তিনি লিজ ট্রাস নামেই বেশি পরিচিত। দেশের প্রধানমন্ত্রী হওয়া ও কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে প্রতিপক্ষ ঋষি সুনককে পরাজিত করে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের স্থলাভিষিক্ত হচ্ছেন ট্রাস। ব্রিটেনের তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নিতে চলেছেন তিনি। নিজের জয়ের পর নয়া প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, “আমি কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হতে পেরে সম্মানিত। দেশকে নেতৃত্ব এবং সেবা দেওয়ার ক্ষেত্রে আমার ওপর আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ। আমি এই কঠিন সময়ে আমাদের সকলের জন্য দেশের অর্থনৈতিক বৃদ্ধি এবং অন্যান্য সকল সম্ভাবনা উন্মোচন করতে সাহসী পদক্ষেপ নেব।”
এদিকে, বিজয়ের পরপরই ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর ফ্যাশন সচেতনতা নজর কেড়েছে অনেকের। পোশাকপরিচ্ছদ ও জুতা থেকে শুরু করে গহনা- সবকিছুতেই তার ফ্যাশন সেন্স গণমাধ্যমজুড়ে বেশ প্রশংসা কুড়িয়েছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

উ. কোরিয়া থেকে অস্ত্র কিনছে রাশিয়া

উত্তর কোরিয়ার কাছ থেকে রাশিয়া কামানের গোলা ও রকেট কিনছে বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের পর্যবেক্ষণে উঠে এসেছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স এ কথা জানিয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞার কারণে ইউক্রেনে সরবরাহ ঘাটতিতে পড়েছে রাশিয়া। বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার দ্বারস্থ হওয়াতে এটিই প্রমাণিত হচ্ছে। তবে কী পরিমাণ অস্ত্র উত্তর কোরিয়ার কাছ থেকে কিনতে চাইছে মস্কো, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন কর্মকর্তারা। এর আগে আগস্ট মাসে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছিল, ইরানে নির্মিত ড্রোনের চালান গ্রহণ করেছে রাশিয়া। এগুলো ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হবে। সূত্র: বিডি প্রতিদিন।

দুর্দশার মধ্যে দেশকে রেখে যাচ্ছেন বরিস

ঘোষণা আগেই দিয়েছিলেন। এবার প্রধানমন্ত্রীর পদ ছাড়ার সময় এসেছে বরিস জনসনের। কনজারভেটিভ পার্টির এই নেতা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যকে বের (ব্রেক্সিট) করে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নিঃসন্দেহে ওটা তার বড় অর্জন। কিন্তু পদত্যাগের পর নিজের উত্তরসূরির জন্য তিনি কী রেখে যাচ্ছেন- সেটাই এখন আলোচ্য।যুক্তরাজ্যের অর্থনীতিতে এখন মন্দাভাব প্রকট, অনেকটা ২০১০ সালের মতো। দেশটিতে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। গত কয়েক প্রজন্মের লোকজন এতটা সংকটময় অবস্থা দেখেনি। মূল্যস্ফীতি লাগামছাড়া, জ্বালানির দামও আকাশচুম্বী। ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে এমন পরিবর্তন এসেছে ব্রিটিশদের জীবনে। গ্যাস সংকট চলছে। তার মধ্যেই সরকার গ্যাসের দাম ৮০ শতাংশ বাড়িয়েছে গত মাসে। ফলে ব্রিটিশদের কাছে এখন বড় প্রশ্ন- আগামী শীতে তারা খাবার কিনবে, নাকি ঘরবাড়ি উষ্ণ রাখার জ্বালানি? খাবার ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বার্ষিক মূল্যস্ফীতি ১০ শতাংশের ওপরে চলে গেছে। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ে হতাশ শ্রমিকেরা বিক্ষোভ ও ধর্মঘটে যোগ দিচ্ছেন। ব্রিটিশ পাউন্ডের মান অনেক কমে এসেছে। দুই বছরেরও বেশি সময় ধরে মার্কিন ডলারের বিপরীতে পাউন্ড এখন সর্বনিম্ন অবস্থানে রয়েছে। সূত্র: দৈনিক বাংলা।

একজন ‍রানি এবং যুক্তরাজ্যের ১৫ প্রধানমন্ত্রী

দীর্ঘ ৭০ বছর ধরে ব্রিটিশ রাজ সিংহাসন সমালে আসছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার শাসনামলে তিনি একে একে ১৫ জন প্রধানমন্ত্রী পেয়েছেন। যুক্তরাজ্যে রানি রাষ্ট্রপ্রধান হলেও সরকারব্যবস্থায় প্রধানমন্ত্রীই প্রধান। লিজ ট্রাস রানির শাসনামলে পঞ্চদশ ব্রিটিশ প্রধানমন্ত্রী।নিয়মানুযায়ী, মঙ্গলবার ট্রাসকে সরকার গঠন করার আহ্বান জানিয়েছেন রানি এলিজাবেথ।ট্রাস মঙ্গলবার বালমোরাল প্রাসাদে রানির সঙ্গে সাক্ষাৎ করেন এবং ‘কিসিং অব হ্যান্ডস’ অনুষ্ঠানের মধ্য দিয়ে তার অভিষেক হয়। কিন্তু অনুষ্ঠানের নাম এমন হলেও বাস্তবিক অর্থে হাতে চুম্বনের মতো কিছু সেখানে ঘটে না। এটি কেবলমাত্র করমর্দন বলে জানিয়েছে বিবিসি।
এর আগে অ্যান্থনি ইডেন থেকে শুরু করে বরিস জনসন পর্যন্ত আরও ১৩ জন প্রধানমন্ত্রী ‘কিসিং অব হ্যান্ডস’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সূত্র: বিডি নিউজ

ইয়েমেনে আল-কায়েদার হামলায় নিহত ২৭

মধ্যপ্রাচ্যের যুদ্ধ-বিধ্বস্ত দেশ ইয়েমেনে ফের রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা দেশটির বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের ওপর হামলা চালালে ২৭ জন নিহত হয়।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) হামলার ঘটনায় নিহতদের মধ্যে ২১ জন বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা এবং বাকি ছয় জন আল-কায়েদার ইয়েমেন শাখার সদস্য। ইয়েমেনের সরকার ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। ওই সূত্র এএফপিকে জানিয়েছে, আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশে সংযুক্ত আরব আমিরাত-প্রশিক্ষিত সিকিউরিটি বেল্ট নামক একটি গ্রুপের বিভিন্ন অবস্থানে হামলা করে। এতেই এই প্রাণহানি হয়। সূত্র: বাংলানিউজ

স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা

ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। এই ঘটনা ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে। স্থানীয় সময় মঙ্গলবার ওই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দিল্লির লক্ষীনগরে নিজেদের ফ্ল্যাট বিক্রির বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়।সে সময় নিরাজ নামের ওই ব্যক্তি স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেন এবং তিনি তার ছেলেদেরও আক্রমণ করেন। এরপরেই ছুরি দিয়ে নিজেকে আঘাত করেন। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ জানিয়েছে, নিরাজ এবং তার স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ওই নারী তাদের ফ্ল্যাট বিক্রি করতে চেয়েছিলেন। ওই ফ্ল্যাটটি তার নামেই কেনা হয়েছিল। কিন্তু তার স্বামী ফ্ল্যাট বিক্রি করতে চাইছিলেন না। সূত্র: জাগো নিউজ