বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৫৪ বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রাম সংবাদদাতাচট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২

সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৫৪টি বসতঘর পুড়ে গেছে।

বুধবার (০৭ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের বাংলাবাজার জলদাস পাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাঁশখালী ও পেকুয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ভোরে খবর পেয়ে চাম্বল ইউনিয়নের জলদাশ পাড়ার ঘটনাস্থলে যাই। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় বাঁশখালী ও পেকুয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।

বাঁশখালী থানার ওসি মো: কামাল উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আগুন নেভাতে এলাকাবাসীর সাথে আমাদের পুলিশ সদস্যরাও যোগ দেয়। পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Nagad

সারাদিন/০৭ সেপ্টেম্বর/এমবি